মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

‘কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “স্বৈরাচার পতনে যেন আর ১৬ বছর অপেক্ষা করতে না হয়, সে জন্যই আমরা কাজ করছি। আশা করি, আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে। কারণ, জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি তাদের থামাতে পারে না।”

মঙ্গলবার (১ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আয়োজিত এ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

এ সময় ড. ইউনূস বলেন, “এ দেশের জনগণ গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে সোচ্চার। ইতিহাস সাক্ষ্য দেয়, বারবার অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই দেশের মানুষ। তাই আগামী দিনেও কেউ যদি স্বৈরশাসনের চেষ্টা করে, জনগণ তা মেনে নেবে না।”

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান’ আমাদের আন্দোলনের ইতিহাসে অনুপ্রেরণার উৎস। তাই নতুন প্রজন্মের উচিত এই ইতিহাস জানা এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ