রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
গুম-নির্যাতনে মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি চলছে শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও আমরা ধর্মভীরু মানুষ, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না: মির্জা ফখরুল কওমি ডিগ্রিধারীদের বড় ‘সুসংবাদ’ দিলেন আইন উপদেষ্টা গুমের মামলা : ট্রাইব্যুনালে হাজির তিন সেনা কর্মকর্তা এদেশের মানুষ আলেমদের সম্মান করলেও ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা মালয়েশিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা পেলেন ইফতেখার জামিল ‘এবার আমরা সবাই মিলে ইসলামি শাসনব্যবস্থা দেখব ইনশাআল্লাহ’

আধুনিক ও ইসলামী কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে মহানবীর জীবনাদর্শের বিকল্প নেই:  প্রফেসর ড. বেলাল হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়া প্রতিনিধি:

উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার উদ্যোগে আয়োজিত সিরাত সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. মো. বেলাল হোসেন বলেছেন, “আধুনিক ও ইসলামী কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের কোনো বিকল্প নেই। তাঁর দেখানো পথই মানবজাতির জন্য শান্তি ও মুক্তির একমাত্র পথ।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আ ন. ম. আলমগীর হোসাইন এবং সঞ্চালনা করেন ড. আবু সালেহ মামুন।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন:

প্রধান অতিথির বক্তব্যে উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার প্রধান উপদেষ্টা ও বগুড়া সদর আসনের নমিনি অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, “সিরাতের আলোকে সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য।

প্রফেসর ড. কামরুল ইসলাম, সভাপতি, চারুকলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া অধ্যাপক নজরুল ইসলাম, টিম সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া অঞ্চল মাওলানা আব্দুল হালিম বেগ, সভাপতি, তালিমুল কুরআন ফাউন্ডেশন, বগুড়া অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক, উপদেষ্টা, উলামা মাশায়েখ পরিষদ, বগুড়া মাওলানা ফজলুল করিম রাজু, শাইখুল হাদীস, কারবালা মাদ্রাসা, বগুড়াঅধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, বগুড়া জেলা শাখা অধ্যাপক মাওলানা আব্দুল বাসেত অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন অ্যাডভোকেট মো. আল-আমিন অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বগুড়া শহর শাখা মাওলানা সাইদুল ইসলাম ড. মাওলানা আব্দুল বারী রশিদী প্রমুখ

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন ক্বারী জুলকারনাইন রায়হান এবং নাতে রাসূল পরিবেশন করেন মো. আব্দুল্লাহ হিসাম। সেমিনারে হযরত ওলামায়ে কেরাম ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ