রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
গুম-নির্যাতনে মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি চলছে শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও আমরা ধর্মভীরু মানুষ, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না: মির্জা ফখরুল কওমি ডিগ্রিধারীদের বড় ‘সুসংবাদ’ দিলেন আইন উপদেষ্টা গুমের মামলা : ট্রাইব্যুনালে হাজির তিন সেনা কর্মকর্তা এদেশের মানুষ আলেমদের সম্মান করলেও ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা মালয়েশিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা পেলেন ইফতেখার জামিল ‘এবার আমরা সবাই মিলে ইসলামি শাসনব্যবস্থা দেখব ইনশাআল্লাহ’

শীলনের শানে রেসালাত কবিতা উৎসব উদযাপিত হাস্সান বিন সাবেতের প্রেরণায় কবিতা চর্চার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শীলন বাংলাদেশের আয়োজনে শানে রেসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা উৎসবে নবী সহচর হাস্সান বিন সাবেতের প্রেরণায় কবিতা চর্চার আহ্বান জানিয়েছেন কবিগণ। তারা বলেন, কবিতা চর্চার মাধ্যমে সাহাবায়ে কেরামও সত্যকে তুলে ধরেছেন, দুশমনের জবাব দিয়েছেন। আমাদেরকেও সত্যের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, মজলুমের পক্ষে এই কবিতা দিয়ে লড়াই করতে হবে।

আজ ৩ অক্টোবর ১০টায় শীলন বাংলাদেশ আয়োজিত শানে রেসালাত  সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা উৎসবে দেশের শীর্ষ কবিরা এসব কথা বলেন।

মুফতি আবুল ফাতাহ কাসেমী ও মুবাশ্বির হাসান সাকফির উপস্থাপনায় প্রধান অতিথির আলোচনায় জামিয়াতুল উলুমুল ইসলামিয়া ঢাকার সিনিয়র মহাদ্দিস মাওলানা মুহিব্বুর রহমান বলেন, নীতি নৈতিকতার কবিতাকে ইসলাম পছন্দ করে। সত্যের পক্ষে ইসলামের পক্ষে কবিতা লিখতেন হযরত হাস্সান বিন সাবেত রা.সহ অনেক সাহাবায়ে কেরাম। এ সময়ের কবিদের ইসলামের প্রিয় সাহাবাদের অনুসরণ করতে হবে। কবিদেরকে আল্লাহ তাআলা ইলহামি এক শক্তি দান করেছেন। সবাই কবিতা লিখতে পারে না। সুতরাং সত্যের পক্ষে থেকে সম্মুখ সমরে তাদের লড়াই করে যেতে হবে।

বিশেষ অতিথির আলোচনায় কবি হাসান আলীম বলেন, রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিদের জন্য নিজের গায়ের চাদর  দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম একজন কবির জন্য একটি মিম্বারের ব্যবস্থা করেছিলেন।  মাদ্রাসা ছাত্ররা কুরআনের এই চর্চার মধ্যে রয়েছে। কোরআন হাদিস্ ও আরবি ভাষায় তাদের পাণ্ডিত্য আছে।  তারা চাইলে এ ধারায় আরো বেশি কাজ করতে পারে।

কবি মুনীরুল ইসলামের সভাপতিত্বে শানে  রেসালাত কবিতা উৎসবে উদ্বোধনী বক্তব্য দেন শীলন বাংলাদেশ এর চেয়ারম্যান কবি মাসউদুল কাদির। শুভেচ্ছা বক্তব্য দেন মাওলানা যাকারিয়া ইদরিস। মাওলানা আহমদ সিরাজী। কবিতা পাঠে অংশ নেন, কবি নাজমুল হুদা মজনু, কবি সুমন রায়হান, কবি মালেক মাহমুদ, কবি শাহেদ বিপ্লব, কবি আখতারুজ্জামান, কবি জালাল খান ইউসুফী, কবি কাজী সিকান্দার, কবি মিজানুর রহমান জামিল, কবি ওবায়দুল হক খান, কবি জনি সিদ্দিক, কবি কাজী বেলাল রাজি, কবি বেলাল হোসাইন, কবি তাহসিন আমিন, কবি হামিম আতিকুল্লাহ, কবি আব্দুল্লাহ আশরাফ, কবি আসাদ মাহমুদ, কবি কে এম ওবায়দুল্লাহ প্রমুখ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ