রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
হাফেজ্জী হুজুরের নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি রোজাকে পূজার সঙ্গে তুলনা, জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা ক্ষমা চাইলেন তর্কে জড়ানো সেই চিকিৎসক বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে তারা শিরক করছে: তারেক রহমান বিভাগীয় সমাবেশ সফল করায় পীর সাহেব চরমোনাইয়ের কৃতজ্ঞতা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে র‍্যালি মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থীর মোটরসাইকেল শোডাউন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক আফতাবনগর মাদরাসার দুই দিনব্যাপী ইসলাহি ইজতেমা সম্পন্ন আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

আজ প্রাণবন্ত হয়ে উঠবে ইসলামি বইমেলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব গেইটে চলমান ইসলামি বইমেলা আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। লেখক-প্রকাশক ও পাঠকের সত্যিকারের মিলনমেলায় পরিণত হবে এই মেলা। 

বাদ জোহর থেকেই শুরু হবে দেশবরেণ্য লেখকদের আগমন। রাইয়ান প্রকাশনীর স্টলে থাকবেন জনপ্রিয় লেখক মাহমুদ বিন নুর। এরপর পর্যায়ক্রমে উপস্থিত হবেন আরও বেশ কয়েকজন খ্যাতিমান লেখক, তাদের মধ্যে আছেন: মুশফিকুর রহমান মিনার, মুহাম্মদ যাইনুল আবিদীন, ডা. শামসুল আরেফিন শক্তি, আতিকুল্লাহ, আবদুল্লাহ আল ফারুক, এনামুল হক ইবনে ইউসুফ, আবদুল্লাহ বিন বশির, সাজ্জাদ হুসাইন, আরিফুল ইসলাম তপু, তানজিল আরেফিন আদনান, আবদুল্লাহ ইয়াছিন শরীফী, সাদ আহমেদ এবং ছাবের চৌধুরী।

শুধু লেখক-দর্শনার্থীর মিলনমেলাতেই সীমাবদ্ধ নয় দিনটি। বাদ জুমা থেকেই শুরু হবে একের পর এক বই উন্মোচন অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে আলোচিত গ্রন্থ ‘আল আযহার বিশ্ববিদ্যালয়’ (লেখক: ওয়াসিফুর রহমান আযহারী ও মুহাম্মদ লুৎফেরাব্বি আযহারী, প্রকাশনায়: আন নূর এডুকেশন, পরিবেশনায়: মাকতাবাতুল আযহার)। এছাড়াও আরও কিছু বই ও ম্যাগাজিনের মোড়ক উন্মোচন হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

দিনের এই ব্যস্ততা সন্ধ্যার পর রূপ নেবে সুরের আবহে। বাদ মাগরিব থেকে শুরু হবে নাশিদ সন্ধ্যা, যেখানে কণ্ঠ মেলাবেন জনপ্রিয় শিল্পী আবু উবাইদা ও মাহমুদ হুযাইফা।

এদিকে আজকের ইসলামি বইমেলায় সকাল থেকেই পাঠক-দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। পাঠকদের পাশাপাশি পাঠিকাদেরও সমান উপস্থিতি দেখা গেছে। অন্য দিনের তুলনায় আজকের সকালেই মেলায় ভিড় ছিল অনেক বেশি। এখনো সকাল গড়াচ্ছে, অথচ মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
বিশেষ করে বিদেশি স্টলগুলোতে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় জমে উঠেছে। বিভিন্ন দেশের বই ও প্রকাশনার প্রতি পাঠক-দর্শনার্থীদের আগ্রহ স্পষ্টভাবে ধরা পড়ছে এসব স্টলে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ