রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
হাফেজ্জী হুজুরের নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি রোজাকে পূজার সঙ্গে তুলনা, জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা ক্ষমা চাইলেন তর্কে জড়ানো সেই চিকিৎসক বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে তারা শিরক করছে: তারেক রহমান বিভাগীয় সমাবেশ সফল করায় পীর সাহেব চরমোনাইয়ের কৃতজ্ঞতা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে র‍্যালি মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থীর মোটরসাইকেল শোডাউন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক আফতাবনগর মাদরাসার দুই দিনব্যাপী ইসলাহি ইজতেমা সম্পন্ন আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

ঢাকায় মাওলানা আব্দুর রহমান সিংকাপনী (রহ.)-এর জীবনীগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান মঙ্গলবার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ, ব্রিটিশবিরোধী ও খেলাফত আন্দোলনের সংগ্রামী নেতা মাওলানা আব্দুর রহমান সিংকাপনী (রহ.)-এর জীবনীগ্রন্থ “ব্রিটিশ বিরোধী আন্দোলন ও খেলাফত আন্দোলনের সংগ্রামী নেতা কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী” প্রকাশনা অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

ঢাকা জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খান হলে বিকেল আড়াইটা থেকে অনুষ্ঠানের আয়োজন করেছে মাওলানা আব্দুর রহমান সিংকাপনী স্মৃতি সংসদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। সভাপতিত্ব করবেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী এবং জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি সি এম কয়েস সামী।

প্রকাশিত গ্রন্থ সম্পর্কে আলোচনা করবেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গবেষক মুসা আল হাফিজ। এছাড়াও উপস্থিত থাকবেন—
মাওলানা আব্দুর রব ইউসুফি, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদি, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, আহমদ বদর উদ্দিন, মুফতি জাবের কাসেমী, মাওলানা জয়নাল আবেদিন, মাওলানা রুহুল আমীন সাদী, অধ্যাপক মাওলানা মহব্বত হোসাইন, হাসান জুনায়েদ, মাওলানা সানাউল্লাহ খান, প্রফেসর ড. কামরুল ইসলাম তরফদার, টি এইচ এম জাহাঙ্গীর, মাওলানা এমদাদুল্লাহ, শরিফ ওসমান হাদি প্রমুখ।

উল্লেখ্য, মাওলানা আব্দুর রহমান সিংকাপনী (রহ.) ১৯০৪-১৯০৮ খ্রিস্টাব্দে ঢাকার নবাববাড়ি মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি সর্বভারতীয় মুসলিম নেতৃবৃন্দের সংস্পর্শে এসে ইসলামী জাগরণ ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হন। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় তিনি কারাবরণ করেন এবং মুসলিম জাগরণে বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রবন্ধ লিখতেন।

তাঁর জীবনীগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৭৭ সালে এডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন (রহ.)-এর রচনায়। এবার দ্বিতীয় প্রকাশনা রাহনুমা প্রকাশনী থেকে বের হচ্ছে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী ও মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরীর যৌথ সম্পাদনায়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ