রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
হাফেজ্জী হুজুরের নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি রোজাকে পূজার সঙ্গে তুলনা, জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা ক্ষমা চাইলেন তর্কে জড়ানো সেই চিকিৎসক বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে তারা শিরক করছে: তারেক রহমান বিভাগীয় সমাবেশ সফল করায় পীর সাহেব চরমোনাইয়ের কৃতজ্ঞতা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে র‍্যালি মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থীর মোটরসাইকেল শোডাউন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক আফতাবনগর মাদরাসার দুই দিনব্যাপী ইসলাহি ইজতেমা সম্পন্ন আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

বৃষ্টি—আল্লাহর অপরূপ সৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল হক খান

প্রকৃতির মাঝে কিছু সৃষ্টি এমন আছে, যেগুলো শুধু চোখে দেখা নয়, হৃদয়ে অনুভবের বিষয়। তেমনি এক অপরূপ সৃষ্টি হলো—বৃষ্টি। বৃষ্টি যেন আকাশের বুক চিরে নেমে আসা আল্লাহর এক অপূর্ব রহমত, যা প্রকৃতিকে করে তোলে সজীব, হৃদয়কে করে স্পর্শিত এবং মনের মধ্যে জাগিয়ে তোলে এক ধরণের প্রশান্তি। আকাশ যখন মেঘে ঢেকে যায়, বাতাসে ভেসে বেড়ায় এক অজানা গন্ধ—তখনই বুঝি, বৃষ্টি আসছে।

সেই প্রথম ফোঁটার মাটিতে পড়া মানেই প্রকৃতির ঘ্রাণে মন ভরে ওঠা। কৃষকের মুখে তখন হাসি, কারণ আল্লাহর এই বৃষ্টি ফসলের জন্য আশীর্বাদস্বরূপ। মাটি পায় তার প্রাণ, বৃক্ষরাজি পায় নতুন জীবন, আর জনজীবন পায় স্বস্তির পরশ। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বারবার উল্লেখ করেছেন বৃষ্টির কথা—যে কীভাবে তিনি মৃত ভূমিকে জীবিত করেন বৃষ্টির মাধ্যমে। এ এক বিস্ময়কর ব্যবস্থা। পানির ফোঁটা ফোঁটা জমে গড়ে তোলে স্রোত, নদী, হাওর-বাওর। খরা কবলিত ভূমিতে এনে দেয় নবজীবন। বৃষ্টির শব্দ যেমন স্নিগ্ধতা আনে, তেমনি তার সৌন্দর্য মুগ্ধ করে মন। শিশুদের কাছে বৃষ্টি যেন আনন্দের উৎসব—ছোট ছোট নাচ, কাদামাটি মাখামাখি। কবিদের কলমে বৃষ্টি পায় এক ভিন্ন রূপ—কখনো প্রেম, কখনো বিরহ, কখনো নিঃসঙ্গতা, আবার কখনো মুক্তির বারতা।

বৃষ্টির সৌন্দর্য শুধু বাহ্যিক নয়; এর অন্তর্নিহিত বার্তাও গভীর। এটি মনে করিয়ে দেয়—প্রতিটি ফোঁটা এক একটি নিয়ামত, যা আল্লাহর কুদরতের নিদর্শন। তিনি যখন ইচ্ছা করেন, তখনই আকাশ হতে ঝরে পড়ে অনুগ্রহ। আবার যদি তিনি চাইলেন না, পুরো পৃথিবী শুকিয়ে যেতে পারে। তাই প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন কৃতজ্ঞতা জানানোর উপলক্ষ।

পরিশেষে বলা যায়, বৃষ্টি কেবল প্রাকৃতিক ঘটনা নয়, এটি এক অপার রহমতের প্রমাণ, আল্লাহর সৃষ্টিশক্তির এক মোহনীয় রূপ। এই বৃষ্টি আমাদের শিক্ষা দেয় আল্লাহর প্রতি ভরসা, ধৈর্য ও কৃতজ্ঞতার। তাই বৃষ্টির প্রতিটি ধারা যেন আমাদের হৃদয়কেও করে তোলে নির্মল ও আলোকিত। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ