বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

প্রকাশিত হলো মুফতি মাসুম বিল্লাহ ফারুকীর ‘আত-তাদরীব আলাল খিতাব’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আরবি ভাষায় বক্তৃতা ও খুতবা চর্চার জন্য অনন্য সহায়ক গ্রন্থ ‘আত-তাদরীব আলাল খিতাব’ প্রকাশিত হয়েছে। গ্রন্থটির রচয়িতা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, গবেষক ও দাঈ মুফতি মাসুম বিল্লাহ ফারুকী। ভাষাগত শুদ্ধতা, যুক্তিনির্ভরতা ও বর্ণনার সৌন্দর্যে সমৃদ্ধ এ বইটি ইতোমধ্যে আলেম-উলামা, দাঈ ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।

‘আত-তাদরীব আলাল খিতাব’—যার অর্থ “বক্তৃতার ওপর প্রশিক্ষণ”—এটি আরবি ভাষায় খুতবা ও বক্তৃতার শিল্প, গঠনপ্রণালী, শব্দচয়ন ও আবেগ প্রকাশের ওপর ভিত্তি করে রচিত একটি প্রশিক্ষণমূলক গ্রন্থ। এতে রয়েছে বাস্তব বক্তৃতা চর্চায় সহায়ক ১০০টিরও বেশি খুতবা ও ভাষণ উদাহরণ, যেগুলো সরাসরি মঞ্চে ব্যবহারের উপযোগীভাবে সাজানো হয়েছে।

বইটি প্রসঙ্গে মুফতি মাসুম বিল্লাহ ফারুকী বলেন— “আমাদের দেশে অনেক হাফেজ ও আলিম আছেন, যারা আরবি ভাষা জানলেও মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিতে সংকোচ বোধ করেন। তাদের সেই সংকোচ দূর করতেই এ বই রচনা করেছি—যাতে তারা গঠনমূলক, হৃদয়স্পর্শী ও প্রভাবশালী বক্তৃতা উপস্থাপন করতে পারেন।”

তিনি আরও বলেন— “এটি শুধু প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নয়; বরং অভিজ্ঞ বক্তাদের জন্যও বইটি সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”

ঢাকার একটি মাদরাসার মিরাজুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানান— “আমার আরবি খুতবার ভয় কাটিয়ে উঠতে এই বই অনেক সাহায্য করেছে। ভাষার জড়তা ভেঙে দিয়েছে। এটা শুধু বই নয়, এক ধরনের ওয়ার্কশপ।”

সংক্ষিপ্ত তথ্য
বইয়ের নাম: আত-তাদরীব আলাল খিতাব

লেখক: মুফতি মাসুম বিল্লাহ ফারুকী

বিষয়বস্তু: আরবি বক্তৃতা ও খুতবা প্রশিক্ষণ

প্রকাশনা: দারুর রশিদ প্রকাশনী

বইটি বর্তমানে দেশের বিভিন্ন ইসলামি বইমেলায়, মাদরাসা গ্রন্থাগারে এবং অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে। বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন : ০১৯২৩-২৭১৮৩৭ (WhatsApp)

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ