বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২০ সফর ১৪৪৭

শিরোনাম :
ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিতে সতর্ক থাকতে হবে : শামসুজ্জামান দুদু যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ আশুলিয়ায় বেতন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ রাতভর অভিযানে সাদাপাথরে ফেরানো হলো ১২ হাজার ঘনফুট জব্দকৃত পাথর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুমোদনবিহীন কর্মসূচিতে আইনি ব্যবস্থা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ভারতকে কঠোর হুঁশিয়ারি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুরু হলো তিন দিনের হজ ও ওমরাহ ফেয়ার চাঁদপুরের ৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী যারা এজেন্সি মালিক বিড়ি নিয়ে সৌদি যান, স্বর্ণ এনে ধরা খান: ধর্ম উপদেষ্টা

কাজী নজরুল বাংলার সার্বজনীন কবি: অভিনেতা আবদুল আজিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জনপ্রিয় অভিনেতা আবদুল আজিজ বলেছেন কাজী নজরুল ইসলাম ছিলেন বাঙালী ও বাংলার সার্বজনীন মানুষের কবি। তাঁর জন্ম না হলে আমাদের কে অনেক পিছিয়ে থাকতে হতো। নিঃসন্দেহে কাজী নজরুল আমাদের জন্য মহান আল্লাহ রহমত স্বরূপ এ দেশে জন্ম গ্রহণ করে ছিলেন।

তিনি গত ২৬ মে সোমবার বিকালে বাংলাদেশ পোয়েটস ক্লাবের আয়োজনে বাংলা একাডেমির নজরুল মঞ্চে জাতীয় কবির ১২৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  রাত আট পর্যন্ত  জাতীয় কবির জন্ম জয়ন্তী উৎসব মানুষের উপস্থিতি ছিল আনন্দে মুখরিত।

বাংলাদেশ পোয়েটস ক্লাবের কো-চেয়ারম্যান ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক কবি অধ্যাপক ড. শহীদুল্লাহ আনসারীর সভাপতিত্বে এবং অভিনেতা এবিএম সোহেল রশিদ ও অধ্যাপক মিলন রায়ের যৌথ উপস্থাপনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগ্রত জনতার কবি শিহাব রিফাত আলম রূপম। মূল প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির উপ পরিচালক কবি ডক্টর শাহেদ মন্তাজ।

অনুষ্ঠানে বিশেষ আলোচকের বক্তব্য রাখেন কবি তন্ময় হারিস, কবি নাহিদ রোকসানা, কবি মুস্তারী বেগম, গাংচিল কর্ণধার কবি খান আখতার হোসেন, এডভোকেট আবদুল হক চাষী, আলহাজ্ব ড. শরীফ সাকী, অধ্যক্ষ মুহাম্মদ আলী খান চৌধুরী মানিক, সাংবাদিক আলম শামস।

কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি আফরোজা জেসমিন, কবি নুরুল হুদা ডিউক হুদা, কবি রুহুল আমিন হাফিজ, কবি সুবর্ণা অধিকারী, কবি রানু গাজী, কবি মেহেরুন নেছা চৌধুরী, কবি নবাব সালেহ আহমদ, কবি এস এম নজরুল, কবি রবিউল আলম রবি, কবি প্রসপারিনা সরকার, মরিয়ম আক্তার, মোঃ সাহিদুল ইসলাম  কবি দেবদাস হালদার, কবি  গোলাম মাওলা সিকদার,  কবি সালাম শিকদার প্রমুখ ।

নজরুল গীতি পরিবেশন করেন গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার, কন্ঠ শিল্পী শফিকুল ইসলাম স্বপন, কন্ঠ শিল্পী ফেরদৌসী দিনার, কন্ঠ শিল্পী আঁখি আলম, মিয়া  আসলাম প্রধান, শিল্পী তাসলিমা আক্তার, শিল্পী শাহ কামাল সবুজ, শিল্পী গীতিকার সপ্তিকা চক্রবর্ত্তী।

কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী নেতৃত্বে যৌথ নজরুল সঙ্গীত পরিবশনে পোয়েটস ক্লাবের শিল্পী বৃন্দ অংশ গ্রহণ করেন।

পোয়েটস ক্লাবের আত্মনিবেদিত প্রাণ কবি লেখক ও কন্ঠ শিল্পীদের মধ্যে থেকে কিছু কিছু কবি লেখকদের গোল্ডেন সিস্টার্স অব পোয়েটস ক্লাব এবং গোল্ডেন ব্রাদার্স অব পোয়েটস ক্লাব সম্মাননা সনদ পুরস্কার প্রদান করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ