বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

আবুল ফাতাহ কাসেমীর ‘ইসলামী অর্থনীতির মৌলিক ধারণা’ গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আলেম লেখক,সফল অনুবাদক ও মুহাদ্দিস মুফতি আবুল ফাতাহ কাসেমীর অনূদিত নতুন  বই "ইসলামী অর্থনীতির মৌলিক ধারণা" র মোড়ক উন্মোচন হয়েছে গতকাল। বরাবরের মতো লেখকের এ বইটি প্রকাশ করেছে বাংলাবাজারের অনন্যধর্মী প্রতিষ্ঠান মাকতাবাতুল খিদমাহ। 

গতকাল (২৪ মে শনিবার) বিকাল ৪ টায় রাজধানীর রামপুরায় অবস্থিত জামিয়া কাসেম নানুতবী’র মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

মোড়ক উম্মোচনের এ মহতি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেণ্য লেখক ও সিরাত গবেষক, শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। দারুল উলুম বনশ্রী’র শাইখুল হাদীস মাওলানা আবদুর রহীম কাসেমী।  ফাতিমাতুয যাহরা মহিলা মাদরাসা রামপুরা‘র মুহতামিম মাওলানা মাহমুদ জাকির। প্রখ্যাত ইসলামী অর্থনীতিবিদ মুফতী আবদুল্লাহ মাসুম। বরেণ্য লেখক ও আলেম সাংবাদিক মাওলানা জহির উদ্দীন বাবর। আওয়ার ইসলাম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব। সময় টিভি’র সাব এডিটর মাওলানা আবদুল্লাহ তামিম ।  

লেখক গবেষক মাওলানা আমিমুল ইহসান । শীলন বাংলাদেশ’র প্রেসিডেন্ট মাওলানা মাসউদুল কাদির। বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’র সভাপতি মাওলানা কবি মনিরুল ইসলাম। মাকতাবাতুল খিদমাহ’র প্রকাশক মাওলানা আবদুল মান্নান প্রমুখ।

অনুবাদক মুফতি আবুল ফাতাহ কাসেমী বলেন, বক্ষমান একটি গ্রন্থ ‘ইসলামী নেযামে মায়িশাত কে চান্দ উসূল’ কিতাবের অনুবাদ। বাংলা নাম ইসলামী অর্থনীতির মৌলিক ধারণা। এটি প্রথম ১৯৭০ সালে প্রকাশিত হয়। ১৩৮৯ হিজরিতে উপমহাদেশের প্রখ্যাত ফকিহ মুফতি শফি রহ. কর্তৃক এ কিতাবের কয়েকটি অংশ পূর্ণ নিরক্ষণের পর মাসিক আল বালাগ পত্রিকার সফর ও রবিউল আউয়াল ১৩৮৯ হিজরি সংখ্যায় দুই কিস্তিতে ছাপা হয়। এর লেখক সত্তরের দশকের প্রখ্যাত আলেম গবেষক লেখক। মাওলানা নুর মুহাম্মদ আজমী রহ.। 

গ্রন্থটির উপকারিতা ও গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশের আঞ্চলিক কওমি মাদরাসা শিক্ষা বোর্ড আনজুমানে ইত্তিহাদুল মাদারিসিল কাওমিয়্যাহ এর কর্তৃপক্ষ তাদের অধিনে পরিচালিত মাদরাসাগুলোতে হিদায়া জামাতের পাঠ্য তালিকায় অন্তর্ভূক্ত করেছেন। এ ছাড়াও বিভিন্ন মাদরাসায় অঘোষিতভাবে এ গ্রন্থটি পাঠ্য তালিকায় রয়েছে।

অনুবাদক কাসেমী আরো বলেন, কয়েকদিন পূর্বে আমার প্রিয় ব্যক্তিত্ব ইসলামী অর্থনীতিবিদ জামিয়া শরইয়্যাহ মালিবাগের সহকারী মুফতি মুহতারাম মাওলানা আব্দুল্লাহ মাসুম হাফি. এর সঙ্গে কথা প্রসঙ্গে এ বিষয়ে আলাপ করলে তিনি বিভিন্ন পরামর্শ দিয়ে টিকা টিপ্পনিসহ এটি প্রকাশ করতে বলেন। ইসলামী অর্থনীতির মূল থিম ও দর্শনকে প্রাঞ্জল ও সাবলীল ভাষায় উপস্থাপনের চেষ্টা করা হয়েছে এ বইটিতে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ