রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
হাফেজ্জী হুজুরের নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি রোজাকে পূজার সঙ্গে তুলনা, জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা ক্ষমা চাইলেন তর্কে জড়ানো সেই চিকিৎসক বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে তারা শিরক করছে: তারেক রহমান বিভাগীয় সমাবেশ সফল করায় পীর সাহেব চরমোনাইয়ের কৃতজ্ঞতা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে র‍্যালি মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থীর মোটরসাইকেল শোডাউন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক আফতাবনগর মাদরাসার দুই দিনব্যাপী ইসলাহি ইজতেমা সম্পন্ন আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসায় চারটি কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মাহে রমজান উপলক্ষে রামু রাজারকুল আজিজুল উলুম মাদরাসায় ২০ দিন ব্যাপী চারটি বিশেষ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জুমাবার (২০ রমজান, ২১ মার্চ) বিকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্য এডভোকেট আখতার উদ্দিন হেলালী।

মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু লেখক ফোরামের উপদেষ্টা, প্রাবন্ধিক আখতারুল আলম, মাদ্রাসার মজলিসে শুরা সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ সিকদার, নুরুল আমিন সিকদার, মাহফুজুর রহমান ছিদ্দিকী, মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক কাউসার, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ -সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, কবি শফিকুল ইসলাম। 

মাদ্রাসার ইসলামী সাহিত্য ও গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের একেকজন আদর্শ দাঈ হিসেবে দাওয়াতের বিভিন্ন যুগোপযোগী মাধ্যমে দক্ষতা অর্জন জরুরি। এজন্য নিয়মিত পড়ালেখার পাশাপাশি বিশেষায়িত এমন প্রশিক্ষণ কোর্সের উদ্যোগ অত্যন্ত যুগান্তকারি। আজিজুল উলুম মাদ্রাসা এক্ষেত্রে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।

উল্লেখ্য, পহেলা রমজান থেকে মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনায় ৪টি বিষয়ে ২০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়। প্রশিক্ষণ কোর্সের মধ্যে ছিলো- আরবী ভাষা, বাংলা সাহিত্য ও সাংবাদিকতা, ইংলিশ স্পোকেন ও কম্পিউটার প্রশিক্ষণ। এতে প্রশিক্ষক ছিলেন, ঢাকা মাদ্রাসা দারুর রাশাদের শিক্ষক মাওলানা মুফতি আব্দুল আজিজ কাসেমী, মাসিক নকীব এর সহ-সম্পাদক মাওলানা সাঈদ আবরার নদভী, মাওলানা ইউনুস আলী। জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র বিতরণ করেন।

এছাড়াও মাদ্রাসার তত্ত্বাবধানে প্রাক্তন ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় গত ১২ ও ১৩ মার্চ ২দিনব্যাপী বাংলা ভাষা ও সাংবাদিকতা বিষয়ক বিশেষ কর্মশালা সম্পন্ন হয়। এতে প্রশিক্ষক ছিলেন, বার্তা ২৪ডটকম'র সহকারী সম্পাদক মাওলানা মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের বার্তা সম্পাদক ও লেখকপত্র সম্পাদক মাওলানা জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ