রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
হাফেজ্জী হুজুরের নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি রোজাকে পূজার সঙ্গে তুলনা, জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা ক্ষমা চাইলেন তর্কে জড়ানো সেই চিকিৎসক বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে তারা শিরক করছে: তারেক রহমান বিভাগীয় সমাবেশ সফল করায় পীর সাহেব চরমোনাইয়ের কৃতজ্ঞতা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে র‍্যালি মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থীর মোটরসাইকেল শোডাউন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক আফতাবনগর মাদরাসার দুই দিনব্যাপী ইসলাহি ইজতেমা সম্পন্ন আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

কাল ইসলামি লেখক ফোরামের সাহিত্য ও আনন্দ ভ্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের’ সাহিত্য ও আনন্দ ভ্রমণ। বাংলাদেশের প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হবে এবারের সাহিত্য ও আনন্দ ভ্রমণ। সেখানে জাদুঘর, ঐতিহ্যের নগরী পানামসহ নানা দর্শনীয় স্থান পরিদর্শনের ব্যবস্থা থাকবে। মনোরম পরিবেশে লেখকরা সারাদিন কাটাবেন। এতে লেখক ফোরামের সদস্য, উপদেষ্টা, অভিভাবক, সুধী-শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থাকবেন।

আগামী শনিবার ২২ ফেব্রুয়ারি এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৭.৩০ মিনিটে পল্টন থেকে ভ্রমণযাত্রা শুরু হবে। দিনব্যাপী আনন্দ ভ্রমণ শেষে সবার জন্য থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এছাড়াও এদিন মোড়ক উন্মোচন করা হবে ২০২৪-২৫ সালে প্রকাশিত লেখকদের বইয়ের। আনন্দ ভ্রমণে তিন পর্বে আপ্যায়ন করা হবে। দেওয়া হবে যাত্রাকালীন নাশতা, দুপুরের খাবার ও ফিরতিকালীন নাশতা।

দিনভর থাকবে পুরস্কারভিত্তিক সাহিত্য ও আনন্দ কর্মসূচি। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, সাধারণ জ্ঞান- ফোরামকে জানি, উপস্থিত ছড়া লেখা, ইসলামি সংগীত, হাসিভরা ধাঁধা, লেখক যখন গায়ক, হাসির ঝিলিক কৌতুক, আসর মাতানো যেমন খুশি তেমন বলা। এছাড়াও থাকবে শক্তির লড়াই দড়ি টানাটানি, পাতিল ভাঙা, বস্তা দৌড়, বিস্কুট দৌড়, জল-ডাঙা, চেয়ার খেলা, ছেলেবেলার পুরনো খেলা এবং শরীরচর্চামূলক ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন।

ইতোমধ্যে ভ্রমণের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলাম। সাহিত্য ও আনন্দ ভ্রমণের সফলতার জন্য সবার আন্তরিক দোয়া কামনা করেছেন তিনি।

জনপ্রতি রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ১০০০ টাকা। রেজিস্ট্রেশন করতে যোগাযোগ নম্বর হিসেবে ০১৭৩৫৮৯১৩১৯ (বিকাশ) ০১৮১১৮১৮৬৭০ (নগদ) ।

রায়হান রাশেদ
প্রচার সম্পাদক 
বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ