রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
হাফেজ্জী হুজুরের নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি রোজাকে পূজার সঙ্গে তুলনা, জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা ক্ষমা চাইলেন তর্কে জড়ানো সেই চিকিৎসক বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে তারা শিরক করছে: তারেক রহমান বিভাগীয় সমাবেশ সফল করায় পীর সাহেব চরমোনাইয়ের কৃতজ্ঞতা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে র‍্যালি মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থীর মোটরসাইকেল শোডাউন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক আফতাবনগর মাদরাসার দুই দিনব্যাপী ইসলাহি ইজতেমা সম্পন্ন আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

ধর্ম উপদেষ্টার নতুন বই ইসলামী বিধিবিধানের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা, ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীক এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে ডিআর টাওয়ারের রুফটপে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা  ফারুক ই আজম বীর প্রতীক।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, কবি ও গবেষক মুসা আল হাফিজ ও আবেদ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মোঃ বরকত উল্লাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেন, কোরআন-হাদিসের দালিলিক প্রমাণসহ শরিয়তের নানা বিষয় ইসলামী বিধিবিধান গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। এ বইটি শরিয়তের আকিদা ও অনুসরণযোগ্য নিয়মনীতি বিষয়ে সমাজে প্রচলিত প্রশ্ন, বিভেদ ও বিভক্তি নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বইটির পাঠকপ্রিয়তা ও বহুল প্রচার কামনা করেন। এ ছাড়া, তিনি বইটিকে ডিজিটাল ফর্মে প্রকাশের পরামর্শ দেন যাতে মানুষ মোবাইল ফোনেও এটিকে পাঠের সুযোগ পায়। কোনো বিষয়ে প্রশ্নের উদয় হলে তাৎক্ষণিকভাবে সেটার সমাধান যেন এই বই থেকেই পাঠক খুঁজে পেতে পারে সে বিষয়ে তিনি প্রকাশককে ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

সভাপতির বক্তৃতায় ধর্ম উপদেষ্টা বলেন, কোরআন-হাদিসের আলোকে ইসলামি শরিয়তের বিভিন্ন বিষয় বইটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মতপার্থক্য তৈরি করতে পারে এরূপ বিষয়গুলো পরিহার করার প্রয়াস চালানো হয়েছে। এছাড়া, বইটি সংক্ষিপ্ত কলেবরে প্রকাশ করা হয়েছে। তিনি বইটির পরবর্তী সংস্করণে মাসলা-মাসায়েল আরও বিস্তৃত পরিসরে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা বইটি প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা ইয়াহিয়া ও নাজমুল হক মদিনাতুল জামিয়া আরাবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইসলামী বিধিবিধান গ্রন্থটি প্রকাশনা প্রতিষ্ঠান বিশ্বকল্যাণ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে। প্রকাশক মুহাম্মদ সাইফুল ইসলাম। এ বইয়ে চারটি অধ্যায়ে কোরআন-হাদিসের আলোকে ঈমান, ইবাদত, মুআমালাত ও মুআশারাতের গুরুত্বপূর্ণ বিষয়াবলি সন্নিবেশিত হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ