বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ।। ২৯ শ্রাবণ ১৪৩২ ।। ২০ সফর ১৪৪৭

শিরোনাম :
সমকামী এক্টিভিস্ট কর্তৃক দুই শিক্ষককে হত্যার হুমকির তীব্র নিন্দা  গাজা গণহত্যায় যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে বেশি: আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা: ধর্ম উপদেষ্টা আ.লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও ‘অভ্যুত্থান’ হবে গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না: মাহমুদুর রহমান আওয়ার ইসলামের উদ্যোগে সিরাতুন্নবী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, লক্ষাধিক টাকার পুরস্কার মা-বাবা ও উসতাদের সম্মানে দাঁড়ানো কি জায়েয? রাজধানীতে আবারও শক্তির জানান দিলো জামায়াত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের সুখবর দিলেন সচিব জুলাই ঘোষণাপত্রের আলোকেই নির্বাচন দিতে হবে: জামায়াত নায়েবে আমির

‘একটি অনিবার্য অধিবেশনের ডাক’ বইয়ের পাঠ উন্মোচন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কবি মোহাম্মদ কুতুবউদ্দিন এর ‘একটি অনিবার্য অধিবেশনের ডাক’ বইয়ের পাঠ উন্মোচন ও পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারী শনিবার ঢাকাস্থ ফেনী সমিতি অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

পাঠোন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়াদিগন্তের সাহিত্য সম্পাদক ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি জাকির আবু জাফর। সভাপতি ছিলেন কবি আরিফ মঈনুদ্দিন ।

পাঠ উন্মোচন ও পর্যালোচনার উদ্বোধন করেন কবিতার বরপুত্র কবি শাহীন রেজা। প্রধান আলোচক ছিলেন কবি খুরশিদ আলম সাগর।

বিশেষ অতিথি ছিলেন কবি এ বি এম সোহেল রশিদ, কবি আসাদ কাজল, সম্পাদক ও লেখক প্রিন্সিপাল এম এ হোসেন, বিশিষ্ট সংগঠক  ও ব্যাংকার মঞ্জুরুল আলম টিপু।

এছাড়া বক্তব্য রেখেছেন ডক্টর আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক তাজুল ইসলাম লিটন, আমিনুল ইসলাম, ঢাকাস্থ দাগনভূঞা ব্যন্ড ডোনেশানের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন লেখক ও সংগঠক নূর শাহ মোহাম্মদ আজাদ।
অনুষ্ঠানে বক্তারা বইয়ের নামকরণের স্বার্থকতা ও উদ্দেশ্য নিয়ে বিশদ আলোচনা করেন। তারা কবি মোহাম্মমদ কুতুবউদ্দিন তার লেখনিতে সমাজ, রাষ্ট্র এবং মানব জীবনের কল্যানের কথা তুলে ধরার চেষ্টা করেছেন। তার লেখনিতে মানুষের জন্য শান্তির বার্তা রয়েছে। 

উলে্লখ্য, কবি মোহাম্মদ কুতুবউদ্দিনের ‘একটি অনিবার্য অধিবেশনের ডাক’ ছাড়াও আরো কয়েকটি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হলো ‘জাগো হে মুমিন’, ‘খুকুমনির বায়না’। বইগুলো প্রকাশিত হয়েছে সাহিত্যদেশ প্রকাশনা থেকে।

কবি মোহাম্মদ কুতুবউদ্দিনের ‘একটি অনিবার্য অধিবেশনের ডাক’ সহ অন্যান্য বই এবারের বইমেলায় সাহিত্যদেশ স্টলে পাওয়া যাবে। সাহিত্যদেশের স্টল নম্বর ৫৯৪-৫৯৫।

এমএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ