বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

‘একটি অনিবার্য অধিবেশনের ডাক’ বইয়ের পাঠ উন্মোচন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কবি মোহাম্মদ কুতুবউদ্দিন এর ‘একটি অনিবার্য অধিবেশনের ডাক’ বইয়ের পাঠ উন্মোচন ও পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারী শনিবার ঢাকাস্থ ফেনী সমিতি অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

পাঠোন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়াদিগন্তের সাহিত্য সম্পাদক ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি জাকির আবু জাফর। সভাপতি ছিলেন কবি আরিফ মঈনুদ্দিন ।

পাঠ উন্মোচন ও পর্যালোচনার উদ্বোধন করেন কবিতার বরপুত্র কবি শাহীন রেজা। প্রধান আলোচক ছিলেন কবি খুরশিদ আলম সাগর।

বিশেষ অতিথি ছিলেন কবি এ বি এম সোহেল রশিদ, কবি আসাদ কাজল, সম্পাদক ও লেখক প্রিন্সিপাল এম এ হোসেন, বিশিষ্ট সংগঠক  ও ব্যাংকার মঞ্জুরুল আলম টিপু।

এছাড়া বক্তব্য রেখেছেন ডক্টর আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক তাজুল ইসলাম লিটন, আমিনুল ইসলাম, ঢাকাস্থ দাগনভূঞা ব্যন্ড ডোনেশানের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন লেখক ও সংগঠক নূর শাহ মোহাম্মদ আজাদ।
অনুষ্ঠানে বক্তারা বইয়ের নামকরণের স্বার্থকতা ও উদ্দেশ্য নিয়ে বিশদ আলোচনা করেন। তারা কবি মোহাম্মমদ কুতুবউদ্দিন তার লেখনিতে সমাজ, রাষ্ট্র এবং মানব জীবনের কল্যানের কথা তুলে ধরার চেষ্টা করেছেন। তার লেখনিতে মানুষের জন্য শান্তির বার্তা রয়েছে। 

উলে্লখ্য, কবি মোহাম্মদ কুতুবউদ্দিনের ‘একটি অনিবার্য অধিবেশনের ডাক’ ছাড়াও আরো কয়েকটি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হলো ‘জাগো হে মুমিন’, ‘খুকুমনির বায়না’। বইগুলো প্রকাশিত হয়েছে সাহিত্যদেশ প্রকাশনা থেকে।

কবি মোহাম্মদ কুতুবউদ্দিনের ‘একটি অনিবার্য অধিবেশনের ডাক’ সহ অন্যান্য বই এবারের বইমেলায় সাহিত্যদেশ স্টলে পাওয়া যাবে। সাহিত্যদেশের স্টল নম্বর ৫৯৪-৫৯৫।

এমএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ