বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

স্বর্ণপদক পাচ্ছেন কবি মুসা আল হাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কবি মুসা আল হাফিজ

দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রবর্তিত ‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক-২০২৫’-এর জন্য বিশিষ্ট গবেষক, অনুবাদক, কবি মুসা আল হাফিজকে মনোনীত করা হয়েছে। ‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হারুনুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করা হয়। ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব সেলিম আউয়ালের সঞ্চালনায় সাহিত্য সংসদ কার্যালয়ে শনিবার রাতে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শাবিপ্রবি’র সাবেক ডিন প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহিন, কেমুসাস-এর সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, পদকের দাতা সদস্য যুক্তরাজ্যের সলিসিটর দেওয়ান মাহদি।

প্রখ্যাত লেখক, রাজনীতিবিদ, সমাজসংস্কারক, দেওয়ান আহবাব চৌধুরী বিদ্যাবিনোদ (এমএলএ)’র স্মৃতিরক্ষা তথা অগ্রসর সমাজ বিনির্মাণে তার অবদানকে তুলে ধরা ও নতুন প্রজন্মকে তার চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে কেমুসাস এ পুরস্কার প্রবর্তন করেছে। আগামী ৩০ জানুয়ারি ২০২৫ সন্ধ্যায় কেমুসাস’র ৮৮ বর্ষের বার্ষিক সাধারণ সভায় কবি মুসা আল হাফিজকে স্বর্ণপদকটি তুলে দেয়া হবে।

মুসা আল হাফিজ কবি, গবেষক, অনুবাদক, কথাশিল্পী, ইতিহাসবিদ, কলামিস্ট, সুবক্তা। তিনি ১৯৮৪ সালের ৫ অক্টোবর সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে ১১ বছর বয়সে কুরআন মজিদের হিফজ সম্পন্ন করেন। ২০০৭ সালে কৃতিত্বের সাথে তাকমিল ফিল হাদিস  এবং ২০০৮ সালে তাফসীরে বিশেষায়িত ডিগ্রি অর্জন করেন। এ বছরই  জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ তরুণ  আলেম হিসেবে পুরস্কৃত হন। কর্মজীবনে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে হাদীস, তাফসীর ও ভাষা-সাহিত্যে শিক্ষকতা করেন। ২০১৯ সালে ঢাকার যাত্রাবাড়িতে প্রতিষ্ঠা করেন ইসলামি দাওয়াহ ও গবেষণা কেন্দ্র মাহাদুল ফিকরি ওয়াদদিরাসাতিল ইসলামিয়া। বর্তমানে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

নানা বিষয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ষাটের অধিক। তার উল্লেখযোগ্য গ্রন্থ ঈভের হ্রদের মাছ (কবিতা), ঐন্দ্রজালিক আত্মজীবনী (আত্মকথন), প্রাচ্যবিদের দাঁতের দাগ, (গবেষণা), ইসলামোফোবিয়ার উজানে ( প্রবন্ধ)  মহাসত্যের বাঁশী জালালুদ্দীন রুমী (জীবনী), অনিবার্য ইবনে খালদুন ( প্রবন্ধ) , দৃশ্যকাব্যে ফররুখ আহমদ (সাহিত্য সমালোচনা), বাংলা সাহিত্যে অন্ধকার যুগ: মিথ বনাম বাস্তবতা (সাহিত্য সমালোচনা), ছড়াবৃন্দ ( ছড়া)  জাতিগত বিজয়ের অদৃশ্য কারিগরি (আলোচনাগ্রন্থ), আত্মগত দার্শনিক (উপন্যাস)।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ