বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ।। ২৯ শ্রাবণ ১৪৩২ ।। ২০ সফর ১৪৪৭

শিরোনাম :
সমকামী এক্টিভিস্ট কর্তৃক দুই শিক্ষককে হত্যার হুমকির তীব্র নিন্দা  গাজা গণহত্যায় যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে বেশি: আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা: ধর্ম উপদেষ্টা আ.লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও ‘অভ্যুত্থান’ হবে গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না: মাহমুদুর রহমান আওয়ার ইসলামের উদ্যোগে সিরাতুন্নবী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, লক্ষাধিক টাকার পুরস্কার মা-বাবা ও উসতাদের সম্মানে দাঁড়ানো কি জায়েয? রাজধানীতে আবারও শক্তির জানান দিলো জামায়াত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের সুখবর দিলেন সচিব জুলাই ঘোষণাপত্রের আলোকেই নির্বাচন দিতে হবে: জামায়াত নায়েবে আমির

ইসলামী বইমেলায় হাবীবুল্লাহ সিরাজ-এর দুই বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরাফাত নুর:

প্রতি বছর রবিউল আউয়াল উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজন করে  ‘ইসলামি বইমেলা’। এবার কিছুটা দেরিতে হলেও অবশেষে শুরু হচ্ছে ধর্মীয় লেখক-পাঠকের মেলবন্ধন এই ইসলামি  বইমেলা।

বরাবরই ইসলামি বইমেলা নিয়ে লেখক-পাঠক থেকে শুরু করে মাদরাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষের চাওয়া-পাওয়া থাকে অনেক। তারা সত্য ও সুন্দর জানতে চান। সহজ ভাষায় বুঝতে চান। পড়তে চান। আর সে সব বিষয়ের প্রতি লক্ষ্য রেখেই এবারের ইসলামী বইমেলায় আসছে হাবীবুল্লাহ সিরাজের লেখা দুটি বই। হসন্ত প্রকাশন থেকে ‘চরিত্রের তরজমা’ এবং মাকতাবায়ে ত্বহা থেকে ‘হারিয়ে যাওয়া তারকারাজি, নামের দুটি বই। মেলার প্রথম সপ্তাহ থেকেই উল্লিখিত স্টল দুটিতে বই দুটি পাওয়া যাবে।

‘চরিত্রের তরজমা’ বইটি লেখা হয়েছে মানুষের অনুপম চরিত্র সম্পর্কে। সাবলীলভাবে সরল বয়ানে উঠে এসেছে চরিত্রে  উপাদানগুলো। যথা- সুন্দরভাবে কথা বলা, গালি নাদেওয়া, দান করা, দুঃখিত হওয়া, অন্যকে আনন্দ দেওয়া, হিতৈষী হওয়া, সবর, সততা, স্পষ্টভাষী, শান্তভাব, লজ্জাশীলতা, বীরত্ব, বিনয়ী, ধীরস্থিরতা, দৃঢ়তাসহ জীবন চলার পথের এমন শতো চরিত্র  লেখক কুরআন হাদিসের আলোকে মলাটবদ্ধ করেছেন।

‘হারিয়ে যাওয়া তারকারাজি'তে লেখক আমাদের সদ্য বিদায়ী মনীষীদের জীবন কথন নিয়ে আলোচনা করেছেন। লেখায় তুলে ধরা হয়েছে তাদের রেখে যাওয়া আদর্শ বীরত্ব ও নসিহতগুলো, যা আমাদের জীবন চলার পাথেয়। 

২২ অক্টোবর থেকে শুরু হওয়া মেলায় এ দুটো বইয়ের পাশাপাশি লেখকের অন্যান্য বই ও পাওয়া যাবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ