শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

সফলভাবে শেষ হলো স্বপ্নসিঁড়ির ‘গানেই যুদ্ধ গানেই জয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাজারও দর্শক-শ্রোতাদের মাতিয়েছে সফলভাবে শেষ হলো জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত স্বপ্নসিঁড়ির শিল্পীদের কণ্ঠে ‘গানেই যুদ্ধ গানেই জয়’ শীর্ষক ইসলামী সংগীতানুষ্ঠান।

বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বপ্নসিঁড়ির কেন্দ্রীয় শিল্পীরা। উপস্থিত ছিলেন শিল্পী, সাহিত্যিক, কবি, সংগঠক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিকাল ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করা হয় জুলাই আগস্টের ঐতিহাসিক মুহূর্তের। আলোচনা, আহত-নিহতদের স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে রাত ১০টায় শেষ হয় ঝমকালো এ আয়োজন।

স্বপ্নসিঁড়ির পরিচালক জনপ্রিয় শিল্পী, সুরকার ও সংগঠক হুমায়ুন কবির শাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ আলোচক ছিলেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা ও ডিলাইট হজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কে এম আতিকুর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ শান্তিসংঘের সভাপতি আলহাজ্ব মো. ইয়াসিন শেখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বপ্নসিঁড়ির শিল্পী সাইফ মুহাম্মদ সালমান, কাউসার বাঙালি, তাওহিদ বিন মুনির, মুহিব্বুল্লাহ আল মামুন, এইচ এম হাবিবুর রহমান, রাদিবিল্লাহিল বাকী, রাকিবুল ইসলাম, জাকারিয়া আল হুসাইন, মাহদী আল হাসান, মিজবাহুল ইসলাম, খালেদ হোসাইন, কিশোর শিল্পী হাসসান আরীব, আবদে রাব্বি, শওকত ওসমান, হুসাইন আহমাদ, হাম্মাদ সাদিক, কাওসার আহমাদ, শিশু শিল্পী জুনায়েদ আল হাবিব, রবিউল ইসলাম, আব্দুল হান্নান, মারুফ বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফিজ আবার ও গাজী জায়েদ ইকবাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী হাবিবুর রহমান মিছবাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. ফারুক হোসেন, মো. ফারুক হোসেন শেখ, আকন সিরাজুল ইসলাম, মিশেল আল সাদিক, ইমাম হোসাইন আরাফাত প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ