বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২০ সফর ১৪৪৭

শিরোনাম :
ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিতে সতর্ক থাকতে হবে : শামসুজ্জামান দুদু যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ আশুলিয়ায় বেতন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ রাতভর অভিযানে সাদাপাথরে ফেরানো হলো ১২ হাজার ঘনফুট জব্দকৃত পাথর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুমোদনবিহীন কর্মসূচিতে আইনি ব্যবস্থা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ভারতকে কঠোর হুঁশিয়ারি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুরু হলো তিন দিনের হজ ও ওমরাহ ফেয়ার চাঁদপুরের ৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী যারা এজেন্সি মালিক বিড়ি নিয়ে সৌদি যান, স্বর্ণ এনে ধরা খান: ধর্ম উপদেষ্টা

সফলভাবে শেষ হলো স্বপ্নসিঁড়ির ‘গানেই যুদ্ধ গানেই জয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাজারও দর্শক-শ্রোতাদের মাতিয়েছে সফলভাবে শেষ হলো জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত স্বপ্নসিঁড়ির শিল্পীদের কণ্ঠে ‘গানেই যুদ্ধ গানেই জয়’ শীর্ষক ইসলামী সংগীতানুষ্ঠান।

বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বপ্নসিঁড়ির কেন্দ্রীয় শিল্পীরা। উপস্থিত ছিলেন শিল্পী, সাহিত্যিক, কবি, সংগঠক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিকাল ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করা হয় জুলাই আগস্টের ঐতিহাসিক মুহূর্তের। আলোচনা, আহত-নিহতদের স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে রাত ১০টায় শেষ হয় ঝমকালো এ আয়োজন।

স্বপ্নসিঁড়ির পরিচালক জনপ্রিয় শিল্পী, সুরকার ও সংগঠক হুমায়ুন কবির শাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ আলোচক ছিলেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা ও ডিলাইট হজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কে এম আতিকুর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ শান্তিসংঘের সভাপতি আলহাজ্ব মো. ইয়াসিন শেখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বপ্নসিঁড়ির শিল্পী সাইফ মুহাম্মদ সালমান, কাউসার বাঙালি, তাওহিদ বিন মুনির, মুহিব্বুল্লাহ আল মামুন, এইচ এম হাবিবুর রহমান, রাদিবিল্লাহিল বাকী, রাকিবুল ইসলাম, জাকারিয়া আল হুসাইন, মাহদী আল হাসান, মিজবাহুল ইসলাম, খালেদ হোসাইন, কিশোর শিল্পী হাসসান আরীব, আবদে রাব্বি, শওকত ওসমান, হুসাইন আহমাদ, হাম্মাদ সাদিক, কাওসার আহমাদ, শিশু শিল্পী জুনায়েদ আল হাবিব, রবিউল ইসলাম, আব্দুল হান্নান, মারুফ বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফিজ আবার ও গাজী জায়েদ ইকবাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী হাবিবুর রহমান মিছবাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. ফারুক হোসেন, মো. ফারুক হোসেন শেখ, আকন সিরাজুল ইসলাম, মিশেল আল সাদিক, ইমাম হোসাইন আরাফাত প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ