বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

বই পড়ার উপকারিতা বহুমুখী। যা আপনাকে অন্যান্যদের থেকে আলাদা এবং এগিয়ে রাখবে। যারা ব্যস্ততার কারণে বই পড়তে পারেন না কিংবা যারা বই পড়ার অভ্যাসটাকে এখনো আয়ত্তে আনতে পারেননি, তাদের জন্য রয়েছে কিছু পরামর্শ।

১) নির্দিষ্ট একটি সময়ে বই পড়ার চেষ্টা করুন প্রতিদিন। অল্প সময় হলেও, যা পড়তে ভালো লাগবে, তাই পড়ুন।

২) সব সময় বই সঙ্গে রাখুন। যদি কোথাও ভ্রমণও করতে হয়, তাহলেও ব্যাগের মধ্যে নিয়ে নিন বই। যখনই সুযোগ পাবেন পড়ে ফেলবেন কয়েক পৃষ্ঠা।

৩) পছন্দের বইয়ের একটা তালিকা তৈরি করে ফেলুন। ধীরে ধীরে একটা একটা বই পড়ার টার্গেট নিয়ে আগান। অভ্যাস হয়ে যাবে ধীরে ধীরে।

৪) বই পড়ার জন্য পরিবেশ খুব সহায়ক। কারণ, শান্ত পরিবেশে বই পড়ায় মনোযোগ দেওয়া যায়। অন্য পরিবেশে সেটা সম্ভব না কখনো।

৫) আরামদায়ক কোনো জায়গা বসে বই পড়ার মজাই আলাদা। বাসার কোনো নির্জন জায়গা অথবা কোনো আরামদায়ক চেয়ার বেছে নিতে পারেন সে জন্য।

৬) আরেকটি কাজ খুবই দরকারি- বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হলে। সেটা হলো টিভি, ইন্টারনেটে সময় কম দেওয়া। কারণ দিনের বেশির ভাগ সময় আমরা কাটাই অনলাইনে। বই পড়ার সময়ই পাওয়া যায় না।

৭) প্রতিদিন ছোট সন্তানকেও বই পড়ে শোনাতে পারেন। এতে শিশুর অভ্যাস তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আপনারও অভ্যাস হয়ে যাবে।

৮) বইয়ের দোকানে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এত এত বই দেখে পড়ারও সাধ জাগবে নিশ্চয়ই। মাসে এক দিন লাইব্রেরিতেও যেতে পারেন।

৯) মজার মজার বই পড়ুন শুরুর দিকে। বইয়ের প্রতি আগ্রহ বাড়বে এতে। তারপর নিজের পছন্দের ধরন অনুযায়ী বই পড়তে পারেন।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ