রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
হাফেজ্জী হুজুরের নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি রোজাকে পূজার সঙ্গে তুলনা, জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা ক্ষমা চাইলেন তর্কে জড়ানো সেই চিকিৎসক বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে তারা শিরক করছে: তারেক রহমান বিভাগীয় সমাবেশ সফল করায় পীর সাহেব চরমোনাইয়ের কৃতজ্ঞতা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে র‍্যালি মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থীর মোটরসাইকেল শোডাউন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক আফতাবনগর মাদরাসার দুই দিনব্যাপী ইসলাহি ইজতেমা সম্পন্ন আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

বিশ্বকল্যাণ লেখক সম্মাননা পাচ্ছেন হবিগঞ্জ ইকরা প্রিন্সিপাল মাসউদুল কাদির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
লেখক মাসউদুল কাদির

প্রায় দুই যুগ ধরে লেখালেখি চর্চা অব্যাহত রাখায় ও সৃজনশীল অভিজাত প্রকাশনী বিশ্বকল্যাণ পাবলিকেশন্স দুই যুগ পুর্তিতে লেখক সম্মাননা পাচ্ছেন হবিগঞ্জ ইকরা বাংলাদেশ স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির।

এ ছাড়াও বেফাক মহাপরিচালক উবায়দুর রহমান খান নদভী, বিখ্যাত কলামিস্ট মাসুদ মজুমদার, ড. আহমদ আবদুল কাদেরসহ আরো অনেকে।

২১ ফেব্রুয়ারি ২৪ বুধবার সকালে রাজধানীর বক্সকালভার্ট রোডের ডি আর রুফটপে এ সম্মাননা প্রদান করা হবে।

মাসউদুল কাদির কওমি পড়ুয়া যে-কজন আলেম মিডিয়া অঙ্গন ও লেখালিখতে দ্যুতি ছড়িয়েছেন তাদের অন্যতম তিনি। মাদরাসা ও জেনারেল উভয় শিক্ষায় শিক্ষিত এই লেখক মূলত ছড়া দিয়ে লেখালেখি শুরু করেন। এরপর কবিতা, গল্প, থ্রিলার, কিশোর উপন্যাস, ফিচার, প্রবন্ধ-গবেষণাসহ নানাধরনের লেখালেখিতে হয়ে ওঠেন পরিচিত মুখ।

দেশের জাতীয় দৈনিকে লিখেছেন নানাধর্মী কলাম। উপস্থাপনা করেছেন বিটিভি, মাইটিভি ও সংসদ বাংলাদেশ টেলিভিশনে। ঢাকায় ‘শীলন বাংলাদেশ’ নামে একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করেছেন এবং সাহিত্যসভা পরিচালনা করছেন। লেখকদের সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের তিনি সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এখন তিনি ফোরামের অভিভাবক পরিষদ সদস্য।

মুক্তিযুদ্ধে আলেমদের অবদান বিষয়ে ডকুমেন্টারী তৈরীতেও সহায়তা করেছেন। এখন কাজ করছেন শিক্ষা উন্নয়ন নিয়ে।  শিশুদের পাঠ উপযোাগী পুস্তক তৈরিতে এখন কাজ করছেন। এ পর্যন্ত মাসউদুল কাদির প্রকাশিত বইয়ের সংখ্যা ২৪টি।  শিক্ষায় অবদানের জন্য তিনি ইমামনগর শিক্ষা উন্নয়ন পদক, ব্রাহ্মণবাড়িয়া-২০১৬ এবং আলী আশরাফ রহ. লেখক সম্মাননা পদক, কুমিল্লা-২০১৭ লাভ করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ