রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
হাফেজ্জী হুজুরের নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি রোজাকে পূজার সঙ্গে তুলনা, জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা ক্ষমা চাইলেন তর্কে জড়ানো সেই চিকিৎসক বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে তারা শিরক করছে: তারেক রহমান বিভাগীয় সমাবেশ সফল করায় পীর সাহেব চরমোনাইয়ের কৃতজ্ঞতা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে র‍্যালি মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থীর মোটরসাইকেল শোডাউন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক আফতাবনগর মাদরাসার দুই দিনব্যাপী ইসলাহি ইজতেমা সম্পন্ন আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

ফিলিস্তিন নিয়ে শিল্প-সাহিত্যের তিন কাগজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| আমিন আশরাফ ||

ভাগ্যাহত ফিলিস্তিনবাসীর প্রতি সর্মথন ও সংহতি জানিয়ে বাংলাদেশের তরুণরা কলম হাতে নিয়েছে। সাধ্যমতো প্রতিবাদ জানিয়েছে কলমের ভাষায়। সাধারণ মানুষদের বিক্ষোভ মিছিলের পাশাপাশি কবি-ছড়াকার, লেখক-কলামিষ্ট ও প্রবন্ধকারগণ নিজেদের কলমের ভাষায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে কলম ধরেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সাহসী সম্পাদক, কবি-ছড়াকার, গল্প লেখকগণও প্রতিবাদি কলম হাতে তুলে নেন। প্রকাশ করেন বিভিন্ন ধরনের ম্যাগাজিন ও ছোট কাগজ। তেমনই তিনটি শিল্প-সাহিত্যের কাগজের নাম পেরেক, তারাফুল ও শব্দবুনন।  

পেরেক

২০১৩ সালের ঐতিহাসিক এক মুহূর্তের সময় কবি ও সাংবাদিক হাসান আল মাহমুদ-এর সম্পাদনায় ছড়াকাগজ পেরেক- এর শুভযাত্রা ঘটে। সেই থেকে শুরু হয়ে মাঝে কয়েকটি সংখ্যা বের হয়ে ফের গ্যাপ যায়। একটা বিরতি দিয়ে আবার বের হয় অক্টোবর ২০২৩ সালে ‘পর্দা সংখ্যা’ দিয়ে। নভেম্বর ২০২৩ উপলক্ষে সমসায়িক ইস্যুর কারণে অক্টোবরেই প্রকাশিত হয় অর্ধ শতাধিক কবি-ছড়াকারদের কাব্যছড়া নিয়ে সমৃদ্ধ কলেবরে ‘ফিলিস্তিন সংখ্যা’। প্রকাশিত ম্যাগাজিনটির পাঠ উন্মোচন করা হয় বায়তুল মোকাররম বইমেলায়। 

লিটল ম্যাগকে তরুণদের প্রতিবাদি একটি শক্তিমান সাম্পান মনে করা হয়। সময়ের সেরা তরুণ ছড়াকারদের ছড়ায় সমৃদ্ধ পেরেক ফিলিস্তিন সংখ্যাটি যে কারও ভালো লাগবে। তিন ফর্মার এ ম্যাগাজিনে রয়েছে সম্পাদক হাসান আল মাহমুদ লিখিত ফিলিস্তিন সমস্যার ঐতিহাসিক কারণ নিয়ে ‘মুখবন্ধ’ নামে একটি তথ্যভিত্তিক প্রবন্ধ। রয়েছে পেরেক পর্দা সংখ্যা অক্টোবর ২০২৩ নিয়ে আবিদুর রহমান লিখিত গঠনমূলক চমৎকার ‘পাঠ পর্যালোচনা’।

এছাড়া ফিলিস্তিনের ভালোবাসায় কাব্যছড়া লিখেছেন- মুনীরুল ইসলাম, ফয়জুল্লাহ আমান, আতিফ আবু বকর, জানে আলম, সাইদ মাহমুদ , জিয় হক, হাসান আল মাহমুদ, আমিন আশরাফ, শরিফ আহমাদ, আসাদ জোবায়ের, মঈন মুসতাকিম, দীদার মাহদী, রাসেল খান, মুস্তফা মানিক, আব্দুল্লাহ আশরাফ, রফিকুল ইসলাম তাওহিদ, আবদুল্লাহ আল খায়ের, আবদুল্লাহ আশরাফ, এম ওমর ফারুক আজাদ, খায়রুল আলম রাজু, মুহিব্বুল্লাহ ফুয়াদ, সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম, আবরার নাঈম, মহিউদ্দিন জুলহাস, মাহমুদ হাসান ফাহিম, নাঈমুল হাসান তানযীম, হাবীবুল্লাহ আল মাহমুদ, রফিক বিন সিদ্দিক, হা-মীম নাজীবুল্লাহ, মাও: সালমান মাহমুদ, ফাতেমাতুয যাহরা স্মৃতি, আব্দুল্লাহ মাসুম, মো: আরাফাত হোসেন, জাহিদ বিন হিকমত, তায়েব বিল্লাহ মুবাশ্বির, জহির আসলাম, আবু বকর সিদ্দিক, ইবনে আলাউদ্দিন, সাদমান হাফিজ শুভ, সাজ্জাদুর রহমান, ইয়াহইয়া মাহমুদ সজীব, মুহাম্মদ উমারা হাবীব, সিফাতুল্লাহ আয়ায, ইমরান নজির, মাইন উদ্দিন হাসান, মুহাম্মাদ আব্দুল্লাহ, মুহিববুল্লাহ আল মাহমুদ, আশেক এলাহী হাফছী, মোখতারুল ইসলাম মিলন, সাইফুদ্দীন খালিদ, রাফাত আশরাফ, নাসরুল্লাহ ইবনে ইলিয়াস, মাহমুদ হাসান, হাসনাত যুবায়ের, মুহাম্মাদ আবু মুসা।  

তারাফুল

দীর্ঘ ষোলো বছর পর শিশু-সাহিত্যের কাগজ 'তারাফুল' ফিলিস্তিনের ভালোবাসায় ফুটে ওঠে। শিশুসাহিত্যিক নকীব মাহমুদ সম্পাদিত ছোটদের ছোটকাগজ তারাফুল গত ১৩ অক্টোবরে প্রকাশিত হয়। পাঠ উন্মোচন করা হয় বায়তুল মোকাররম বইমেলায়। তারাফুল একটি চমৎকার কাগজ। তারাফুল-এর এ সংখ্যাটি এককথায় অসাধারণ। ১৬ পৃষ্ঠার কাগজটিতে ২৭টি ছড়া জায়গা পয়েছে। লিখেছেন মুনীরুল ইসলাম, সায়ীদ উসমান, জিসান মেহবুব, সুমন রায়হান, আমিন আশরাফ, আবদুল্লাহ আশরাফ, গিয়াস উদ্দিন রূপম, শামীম শাকির, সাজ্জাদুর রহমান, মঈন মুসতাকিম, আমিনুল ইসলাম হুসাইনী, ফয়েজ হাবিব, শরিফ আহমাদ, আব্দুস সামাদ আজিজ, আমীরুল ইসলাম ফুআদ, নাঈমুল হাসান তানযীম, সুলইমান সাদী, হাসনাত যুবায়ের, সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম, হুসাইন মুহাম্মাদ, মাহমুদ হাসান মাহিম, ইহসান জাহিদ, মুহিব্বুল্লাহ ফুয়াদ, ফাতেমাতুয যাহরা স্মৃতি, সাইফুদ্দীন খালিদ, মুহাম্মদ ইব্রাহিম বাহারী। 

শব্দবুনন

ফিলিস্তিনের ভালোবাসায় নতুন ফুল ফুটে বাংলাদেশে। ‘শব্দবুনন’ নামে শিল্প-সাহিত্যের ছোটকাগজের শুভ সূচনা ঘটে। সময়ের প্রতশ্রিুতশীল ছড়াকার ও ঔপন্যাসিক আবদুল্লাহ আশরাফ এর সম্পাদনায় ফিলিস্তিনি বিষয়ক দুই ফর্মার এ কাগজে  প্রায় চল্লিশজন লেখক প্রবন্ধ, ছড়া, কবিতা, ও প্রতিবেদনের মাধ্যমে ফিলিস্তিনির প্রতি তাদের অকুণ্ঠ সর্মথন ব্যক্ত করেছেন। লিখেছেন জহির উদ্দিন বাবর, মাসউদুল কাদির, জগলুল হায়দার, সায়ীদ উসমান, জাহাঙ্গীর আলম জাহান, সুমন রায়হান, মিযানুর রহমান জামীল, হাসান আল মাহমুদ, আমিন আশরাফ, জিয়া হক, শরিফ আহমাদ, আবদুল্লাহ আশরাফ, মুনশি মুহাম্মদ উবাইদুুল্লাহ, উবায়দুল হক খান, সাজ্জাদুর রহমান প্রমুখ লেখকবৃন্দ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ