গাজায় ইসরাইলের লাগাতার আগ্রাসনের জবাবে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী ইসরাইলের দুটি কৌশলগত স্থাপনায় সফল ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার রাতে চালানো এই হামলায় তিনটি ড্রোন ব্যবহার করা হয়—এর মধ্যে দুটি নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে এবং একটি এলাত বন্দরে আঘাত হানে।
ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ‘আল্লাহর কৃপায় অভিযানটি নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করেছে।’ তিনি বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের প্রতিরোধ অব্যাহত থাকবে।
এদিকে, গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারান।
জাতিসংঘের ইউএনআরডব্লিউএ জানিয়েছে, শিশুদের মধ্যে অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে ইসরাইলি বোমাবর্ষণে ২৩ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলেও ত্রাণ বিতরণ কেন্দ্র লক্ষ্য করে হামলায় হতাহত হয়েছেন বহু মানুষ। মে মাস থেকে এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৭৫ জন ফিলিস্তিনি।
ইসরাইলি বাহিনী উত্তর গাজার ১৬টি এলাকাকে খালি করার নির্দেশ দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ গাধা ও গাড়িতে করে অনিশ্চিত গন্তব্যের দিকে ছুটছে—জ্বালানির অভাবে যাত্রাপথও দুর্বিষহ হয়ে উঠেছে।
এসএকে/