মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

‘গোপালগঞ্জের ঘটনার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের শান্তিপূর্ণ কর্মসুচিতে হামলার প্রতিবাদ ও স্বৈরাচারের দালালদের গ্রেফতারের দাবিতে বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ০৭.৩০ মিনিটে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। 

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, আজকে গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের ছাত্রদের সংগঠন এনসিপির শান্তিপূর্ণ প্রোগ্রামে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনা লজ্জাজনক। এই জঘন্য ঘটনার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে। প্রশাসন রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করে কিন্তু মানুষের নিরাপত্তা দিতে পারেনা, এটা তাদের সদিচ্ছার ঘাটতি। দেশবিরোধী সকল ষড়যন্ত্র জুলাইয়ের সকল শক্তির ঐক্যের মাধ্যমে পতিত ফ্যাসিবাদের আস্ফালন রুখে দেওয়া হবে। 

বক্তব্যে তিনি আরও বলেন, অভ্যুত্থানের বর্ষপুর্তির এই সময়েও স্বৈরাচারের দোসররা যে দুঃসাহস দেখিয়েছে তা সরকারের সামগ্রিক ব্যর্থতার বড় একটি দৃষ্টান্ত। পতিত ফ্যাসিবাদের বিচার এবং সংস্কারের ধীরগতির কারণেই এরা আজকে এই সাহস করেছে। অবিলম্বে সারা দেশে স্বৈরতন্ত্রের সাথে জড়িত সকল অপরাধীদের অপরাধের খতিয়ান প্রকাশ করতে হবে। এবং সকলকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। পতিত ফ্যাসিবাদের এই ধরণের দুঃসাহস জাতি আর দেখতে চায় না। সরকার যদি এতে ব্যর্থ হয় তাহলে এই জাতি আবারো ফুঁসে উঠবে। 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নগর দক্ষিণের সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে আরো বক্তব্য রাখেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবীব, অ্যাসিস্টান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসান, কেন্দ্রীয় দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আ হ ম আলাউদ্দিন, দফতর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মাদ আবু বকর সিদ্দীক, অর্থ সম্পাদক কে এম শামীম আহমদ,  ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান, মুফতী মোস্তাফিজুর রহমান, মাওলানা ইউনুছ তালুকদার প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ