বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৫ শরিয়াহভিত্তিক ব্যাংকের বোর্ড ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াতের ৯৩ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা  অন্তর্বর্তী সরকারের আমলেই শুরু তিস্তা প্রকল্পের কাজ: আসিফ মাহমুদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ নিউইয়র্কে ১০ লাখ মুসলিম মর্যাদার সঙ্গে বসবাস করবেন: মেয়র মামদানি টাইফুন কালমেগির আঘাত ফিলিপাইনে, নিহত ৬৬ ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান  ত্রাণ প্রবেশে বাধা, যুদ্ধবিরতিতেও ক্ষুধার্ত গাজা

জুলাই শহীদদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘আমার দেশ পাঠকমেলা’ শাখার উদ্যোগে জুলাইয়ের শহীদদের স্মরণে আয়োজিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। বুধবার (১৬ জুলাই ২০২৫) জোহরের নামাজের পর চবি জিরো পয়েন্ট মসজিদ প্রাঙ্গণে লেবু গাছ রোপণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলনের সময় শহীদ হওয়া শান্ত, ওয়াসিম, আবু সাঈদ, ফারুকসহ অন্যান্যদের স্মরণে এই আয়োজন করা হয়। শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ ও সুন্দর করার লক্ষ্যেই এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার দেশ পাঠকমেলার কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সৈয়ব আহমেদ সিয়াম। এছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ত্রিসানুর রহমান, সাকিব আহমেদ, অন্তর সফিউল্লাহ, মো. আব্দুর রহমান, আমিনুল ইসলাম রাকিব, মো. সাহেল ও সরোয়ার।

এ সময় সৈয়ব আহমেদ সিয়াম বলেন, “শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা স্বৈরাচারের পতন দেখেছি। তাদের রক্তই আমাদের মুক্তির অনুপ্রেরণা। সেই স্মৃতিকে জীবিত রাখতেই আমরা ক্যাম্পাসে অর্ধশত বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছি। এই গাছগুলো আমাদের ক্যাম্পাসকে যেমন সবুজ করে তুলবে, তেমনি শহীদদের স্বপ্নের মতো একটি সুন্দর বাংলাদেশ গঠনে আমাদের অনুপ্রাণিত করবে।”

তিনি আরও বলেন, “গাছ শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি আল্লাহর এক মহান নিয়ামত। গাছ থেকে আমরা খাদ্য, ওষুধ, ছায়া ও সৌন্দর্য পাই। তাই আমাদের উচিত নিয়মিত গাছ লাগানো এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকা।”

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসজুড়ে বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপণের মাধ্যমে একটি সবুজ ও সচেতন বিশ্ববিদ্যালয় গড়ার উদ্যোগ নেওয়া হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ