রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

খামেনিকে হত্যা করা হবে, প্রকাশ্য ঘোষণা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে হত্যা করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েল কাৎজ বীরসেবার সোরোকা মেডিকেল সেন্টারে যান, যা ইরানের মিসাইল হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, খামেনি এই হাসপাতালকে হামলার নির্দেশ দিয়েছেন এবং ইসরায়েলকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন। তার ভাষায়, “এ কারণে, আমরা এখন খামেনিকে হত্যা করব।”

ইসরায়েল কাৎজ বলেন, “নিজের এজেন্ট দ্বারা খামেনি সবসময় ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছেন। এমন একজন ব্যক্তির বেঁচে থাকা উচিত নয়, যিনি আমাদের ওপর হামলা চালাতে চান। খামেনিকে হত্যা করা হবে এই যুদ্ধের অন্যতম অংশ।”

এদিকে, ইরানে হামলার পর দেশটির সরকার পতনের চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েল। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন, যেন তারা রাস্তায় নেমে খামেনির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটান।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তারা জানেন আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন, তবে এই মুহূর্তে তাদের খামেনিকে হত্যার চেষ্টা চালানোর পরিকল্পনা নেই। তবে, ট্রাম্প উল্লেখ করেন যে, তাদের ধৈর্য্য কমে আসছে।

সূত্র: আলজাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ