বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

আলজাজিরা নিষিদ্ধের পর এবার দর্শকদের বিরুদ্ধেও পদক্ষেপের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এবং কট্টর ডানপন্থী রাজনীতিক ইতামার বেন-গাভির আলজাজিরা টিভি চ্যানেলের সম্প্রচার দেখাকে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে উল্লেখ করে, চ্যানেলটি দেখলে দর্শকদের পুলিশে রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন।

শনিবার এক সংক্ষিপ্ত সংবাদ বিবৃতিতে বেন-গাভির বলেন, “যদি কেউ আলজাজিরা দেখে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশকে অবশ্যই বিষয়টি জানানো দরকার।”

আলজাজিরা চ্যানেলটি মন্ত্রীর এই বক্তব্য সরাসরি সম্প্রচার করায় মুহূর্তের মধ্যেই এটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

এটি নতুন নয়, এর আগে ২০২৪ সালের মে মাসে ইসরায়েল সরকার 'জাতীয় নিরাপত্তা' রক্ষার অজুহাতে আলজাজিরার রিপোর্টার, প্রযোজক, ক্যামেরাম্যান এবং অন্যান্য কর্মীদের দেশ থেকে সংবাদ সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারি মাসে ফিলিস্তিনি কর্তৃপক্ষও পশ্চিম তীরে আলজাজিরার সম্প্রচার নিষিদ্ধ করে, ফলে ওই অঞ্চলে চ্যানেলটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, ইসরায়েলের এই পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের পরিপন্থী। তবে, মন্ত্রী বেন-গাভির দাবি করেছেন, “আলজাজিরা শুধু সাংবাদিকতা করছে না, বরং সন্ত্রাসের প্রতি উসকানি দিচ্ছে।”

বর্তমানে, আলজাজিরার কোনও প্রতিনিধি বা ক্যামেরা টিম ইসরায়েল বা অধিকৃত পশ্চিম তীরে কাজ করতে পারছে না। তবে চ্যানেলটি বিশ্বব্যাপী নিজের নেটওয়ার্কের মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে সংবাদ প্রচার অব্যাহত রেখেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ