বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

ইরানে ইসরায়েলি হামলায় নিহত ৫৮৫, দাবি মানবাধিকার সংস্থার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টানা ছয় দিন ধরে চলমান ইসরায়েল-ইরান সংঘাতে উভয়পক্ষের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে। ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এসব হামলায় নিহতের সংখ্যা ২২৪। তবে একটি মানবাধিকার সংস্থা দাবি করেছে, নিহতের সংখ্যা এর দ্বিগুণেরও বেশি।

আজ বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা এপি এই তথ্য প্রকাশ করেছে।

ওয়াশিংটন ডিসি ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বলছে, ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ৫৮৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১,৩২৬ জন।

সংস্থাটি জানিয়েছে, মোট নিহতের ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

ইরানের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ২২৪ এবং আহতের সংখ্যা ১,২৭৭। তবে গত সোমবারের পর তেহরানের পক্ষ থেকে হতাহতের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়নি।

এটি উল্লেখযোগ্য যে, ২০২২ সালে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনীর মৃত্যুর পর দেশজুড়ে আন্দোলন-বিক্ষোভ শুরু হয়েছিল। সেই আন্দোলনের সময়েও এই মানবাধিকার সংস্থা হতাহতের নির্ভুল তথ্য প্রকাশ করেছিল।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস হতাহতের সংখ্যা নির্ধারণ করতে ইরানের স্থানীয় গণমাধ্যমের তথ্য এবং তাদের নিজস্ব নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্যের বিশ্লেষণ করে এই সংখ্যা প্রকাশ করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ