বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

নিউইয়র্ক টাইমস ফাঁস করল: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইরানের প্রতিরক্ষা পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুহাম্মাদ শোয়াইব।।

যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে একত্রে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে, তাহলে ইরান কীভাবে প্রতিক্রিয়া জানাবে—তা নিয়ে বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমস। পত্রিকাটি যুক্তরাষ্ট্র ও ইরানের একাধিক গোয়েন্দা ও সামরিক কর্মকর্তার তথ্যের ভিত্তিতে কিছু উপগহৃপ্ত পরিকল্পনার কথা জানায়।

সম্ভাব্য ইরানি পদক্ষেপসমূহ:

  • মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা:

o  ইরান এরই মধ্যে ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে।

o   হামলার প্রথম লক্ষ্য হতে পারে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি।

  • হরমুজ প্রণালীতে জল-খনি স্থাপন:

o  এটির লক্ষ্য হবে মার্কিন নৌবাহিনীর চলাচল আটকে দেওয়া ও উপসাগরীয় এলাকায় নৌ-যুদ্ধ সৃষ্টি করা।

  • হুথিদের দিয়ে লোহিত সাগরে হামলা পুনরায় শুরু করানো:

o  ইরান-সমর্থিত হুথিরা পুনরায় ইসরায়েলগামী ও পশ্চিমা জাহাজে হামলা চালাতে পারে।

  • ইরাকি ও সিরীয় মিলিশিয়াদের দিয়ে মার্কিন ঘাঁটিতে আঘাত:

o ইরান ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে লক্ষ্যবস্তু করতে পারে।

  • কোনো পূর্ব প্রস্তুতির দরকার নেই:

o ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো এমন স্থানে অবস্থিত, যেখান থেকে মধ্যপ্রাচ্যের অধিকাংশ মার্কিন ঘাঁটিতে সরাসরি হামলা চালানো সম্ভব।

যুক্তরাষ্ট্রের প্রস্তুতি:

– ৪০ হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে অবস্থান করছে।

– সব ঘাঁটি উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

– যুক্তরাষ্ট্র ইউরোপে প্রায় ৩০টি আকাশে জ্বালানি ভরার বিমান পাঠিয়েছে, যা যেকোনো সামরিক অভিযানে সহায়তা করতে পারে।

– এ ছাড়া B-2 বোমারু বিমান ব্যবহার করে ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা (বিশেষত ফোর্দু) লক্ষ্য করে হামলার প্রস্তুতি রয়েছে।

– এমনকি ইসরায়েলি কমান্ডোদের জন্য মার্কিন আকাশ প্রতিরক্ষা সহায়তা দেওয়ার কথাও বিবেচনায় রয়েছে।

– নিউইয়র্ক টাইমস বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলার ক্ষেত্রে ইরানের প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে।

– এই সংঘাত কেবল ইসরায়েল-ইরান সীমাবদ্ধ না থেকে, সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত এক অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

– ফলস্বরূপ, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, বাণিজ্য রুট এবং আঞ্চলিক স্থিতিশীলতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

সূত্র: আল জাজিরা

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ