বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ শি জিনপিংয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে ‘হঠাৎ করে উত্তেজনা বেড়ে গেছে’, যা নিয়ে চীন ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

মঙ্গলবার (১৭ জুন) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার শুরু হওয়া সংঘাতের পর এই প্রথম চীনা প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরলেন। ইরানের ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে চীন এই সংকটের ওপর গভীর নজর রাখছে।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শি জিনপিং বলেন, “চীন এমন কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে না, যা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতাকে লঙ্ঘন করে।”

তিনি আরও বলেন, “সামরিক সংঘাত কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়। এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি শুধু এই অঞ্চল নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে যায়।”

চীনের প্রেসিডেন্ট সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেন, দ্রুত শান্তি ফিরিয়ে আনতে এবং উত্তেজনা হ্রাসে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চীন সকল পক্ষের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যাশা রাখে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ