বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

ইরান: আমাদের ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ইসরায়েল প্রতিহত করতে পারেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র আজ মঙ্গলবার জানিয়েছেন, তারা প্রথমবারের মতো এমন এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা ইসরায়েলি সেনাবাহিনী সনাক্ত বা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।

মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই বলেন, "আজ আমরা এমন এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যা ইসরায়েলিরা সনাক্ত বা প্রতিহত করতে পারেনি। আমরা তাদের আরও চমক দেখাবো। আমরা দখলদার ইহুদি রাষ্ট্রের পিঠ ভেঙে দেব।"

তিনি আরও বলেন, "আমাদের জাতি একটি চাপিয়ে দেওয়া যুদ্ধে লড়ছে। শত্রু আমাদের জনগণের ক্ষমতা ও সক্ষমতায় আঘাত হানার চেষ্টা করছে। আমরা প্রতিরক্ষামূলক অবস্থানে আছি এবং আমাদের সমস্ত আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক ক্ষমতা ব্যবহার করছি।"

তিনি যোগ করেন, "আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের খাঁজা বিস্তৃত, এবং জনগণের সব শ্রেণিরই এতে ভূমিকা রয়েছে। প্রথম রাতেই শত্রু নারীদের ও শিশুদের ওপর হামলা চালিয়ে তাদের আসল চেহারা দেখিয়েছে।"

তালাই জোর দিয়ে বলেন, "শত্রুর দীর্ঘ যুদ্ধ সহ্য করার ক্ষমতা নেই, এবং শেষ পর্যন্ত ইহুদি রাষ্ট্রের পিঠ ভেঙে যাবে।"

তবে তিনি ক্ষেপণাস্ত্রের ধরন, ক্ষমতা বা বৈশিষ্ট্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি।

এর আগে আজ মঙ্গলবার এক ঊর্ধ্বতন ইরানি সেনা কর্মকর্তা জানান যে, তারা "নতুন ও উন্নত অস্ত্র" ব্যবহার শুরু করেছে এবং ইসরায়েলের ওপর হামলার তীব্রতা আগামী কয়েক ঘণ্টায় আরও বাড়বে। এ তথ্য ইরনা বার্তা সংস্থা জানিয়েছে।

ইরানি বিপ্লবী গার্ডসের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলের দিকে "আরও শক্তিশালী" নতুন একদফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ