বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধ কেন চায় না ইসরায়েল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নিতে পারে—এ আশঙ্কায় উদ্বিগ্ন ইসরায়েল। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, তত বেশি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির মুখে পড়বে ইসরায়েল। এমন মত প্রকাশ করেছেন ইসরায়েলি বিশ্লেষক ডেনিস স্ট্রানোভিচ। খবর রেডিও তেহরান ও পার্স টুডের।

ওয়ালা নিউজে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী লেখায় ইসরায়েলের এই প্রভাবশালী বিশ্লেষক বলেন, “যুদ্ধ এখনো চলছে, কিন্তু তা দীর্ঘমেয়াদি হয়ে উঠলে ইসরায়েলের জন্য তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।”

ডেনিস স্ট্রানোভিচ আরও বলেন, “দীর্ঘমেয়াদি সংঘাতে ইসরায়েলের অর্থনীতি ভেঙে পড়বে এবং সমাজেও চরম অস্থিরতা তৈরি হবে। ইসরায়েলের উচিত দ্রুত এই যুদ্ধের অবসান ঘটানো।”

জায়নিস্ট সেন্টার ফর সিকিউরিটি রিসার্চের গবেষক এবং ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগের ইরান ডেস্কের সাবেক প্রধান হিসেবে তিনি সতর্ক করে বলেন, “ইসরায়েলের পক্ষে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। বাস্তবতা মেনে দ্রুত সমাধানে পৌঁছাতে হবে।”

তিনি অভিযোগ করেন, “যুদ্ধ শেষ করা নিয়ে ইসরায়েলি অভ্যন্তরীণ মহলে ঐক্যমত্য নেই, নেতৃত্বে বিভ্রান্তি ও দ্বিধা স্পষ্ট।”

উল্লেখ্য, গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ধারাবাহিক বিমান হামলা চালায়। এর জবাবে তেহরান থেকে ইসরায়েলের রাজধানী তেলআবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংঘাতে তাদের ২৪ জন নাগরিক নিহত এবং শতাধিক আহত হয়েছে। অন্যদিকে, ইরান দাবি করছে, ইসরায়েলের পাল্টা হামলায় ২২৪ জন নিহত এবং ১,০০০ জনের বেশি আহত হয়েছে।

তথ্যসূত্র: পার্স টুডে

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ