বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

ইসরায়েলের উপকূলীয় শহরে ইরানি মিসাইল হামলা, বাসে আগুন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলের উপকূলীয় শহরে একটি খালি যাত্রীবাহী বাসে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে বাসটিতে আগুন ধরে যায়। এতে বাসটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা সংস্থাগুলো। খবর আলজাজিরার।

মঙ্গলবার (১৭ জুন) ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম ওয়াইনেট নিউজ জানায়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের চারটি স্থানে আঘাত হেনেছে। এর মধ্যে হার্জলিয়ার একটি আটতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উপকূলীয় শহরে খালি একটি বাসে আগুন ধরে যায়।

এর আগে সোমবার (১৬ জুন) রাতে ইরান তেলআবিবের দিকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। দেশটির পক্ষ থেকে একে ‘ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা’ বলে উল্লেখ করা হয়েছে।

হামলার পর তেলআবিবসহ আশপাশের এলাকাগুলোতে বিমান হামলার সাইরেন বাজতে শুরু করে, সৃষ্টি হয় আতঙ্কের।

অন্যদিকে, ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান কমান্ডার আলী শাদমানি নিহত হয়েছেন।

আলজাজিরার খবরে বলা হয়, তেহরানে চালানো এক হামলায় আইআরজিসি’র খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এই প্রধানকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শাদমানি ছিলেন ইরানের “সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার” এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির “ঘনিষ্ঠ সহযোগী”।

তবে ইরানের পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ