বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

ইরানে গোপনে অস্ত্র বোঝাই বিমান পাঠিয়েছে চীন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের রাজধানী তেহরানে ট্রান্সপন্ডার বন্ধ করে চীনের একটি কার্গো বিমান অবতরণ করেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম। ওই বিমানে বিপুল পরিমাণ চীনা অস্ত্র ছিল বলেই ধারণা করা হচ্ছে। রাডারে ধরা না পড়ার জন্য বিমানের ট্রান্সপন্ডার আগেভাগেই বন্ধ করে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সোমবার (১৬ জুন) প্রকাশিত এই প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটি গন্তব্যে পৌঁছানোর আগেই ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়ার ঘটনা থেকেই গুঞ্জন শুরু হয়েছে যে, এটি ছিল চীনের পক্ষ থেকে ইরানের জন্য একটি গোপন অস্ত্র সরবরাহ মিশন। এতে করে চীন-ইরান সম্পর্ক এবং চীনের ভূমিকাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

চীনের সঙ্গে ইরানের দীর্ঘদিনের সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, ওই কার্গো বিমানে সামরিক সরঞ্জাম বা নিষিদ্ধ কোনো পণ্য থাকতে পারে। তবে এখনো পর্যন্ত এর সত্যতা স্বীকৃতভাবে যাচাই করা যায়নি।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে চীনের এমন পদক্ষেপ যদি সত্যিই ঘটে থাকে, তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি এক ধরনের চ্যালেঞ্জ। কারণ, আগেই মার্কিন প্রশাসন বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে রেখেছেন।

চীন ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা ইরান-ইসরায়েল উত্তেজনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার পক্ষে। কিন্তু তেহরানের পক্ষে এমন বার্তা এবং সন্দেহজনক কার্গো বিমানের আগমন বেইজিংয়ের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

এর আগে, শুক্রবার গভীর রাতে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের একপাক্ষিক সামরিক অভিযান শুরু করে। এতে ইরানসহ চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবসহ মুসলিম বিশ্বের একটি বড় অংশ তেহরানের পক্ষে অবস্থান নেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলো প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার এই পর্বে চীনের সক্রিয় ভূমিকায় বিশ্বরাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ