বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

এ পর্যন্ত ইসরায়েলে কত ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত চার দিনে ইরান ইসরায়েলের উদ্দেশে কমপক্ষে ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিপুল সংখ্যক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে বলে জানিয়েছে তেলআবিব। এসব হামলায় ইসরায়েলের অন্তত ৩০টি সামরিক ও বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন আরও ৫৯২ জন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত ১৩ জুন শুক্রবার ভোররাতে ইসরায়েল একটি বিস্তৃত বিমান হামলা চালায় ইরানের রাজধানী তেহরানসহ আটটি শহরে। ওই অভিযানে দেশটির পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরায়েলের বোমাবর্ষণে ইরানের অন্তত ১০০টি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরিসহ একাধিক শীর্ষ সেনা ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হন।

ইসরায়েল এই হামলা অভিযানের নাম দিয়েছে ‘দ্য রাইজিং লায়ন’। আর এর জবাবে ইরান চালাচ্ছে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’। এ অভিযানে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলের বোমা হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ২৪৪ জন নিহত হয়েছেন।

সূত্র: সিএনএন

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ