বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

 ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল পাকিস্তান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ইরান ও পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েল যদি ইরানের ওপর পরমাণু হামলা চালায়, তাহলে পাকিস্তানও ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক প্রতিক্রিয়া দেখাবে—এমনই হুঁশিয়ারি দিয়েছেন ইরানি রেভোলিউশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তা জেনারেল মোহসেন রেজায়ি। এই বক্তব্যে ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। খবর এনডিটিভির।

জেনারেল রেজায়ি বলেন, “পাকিস্তান আমাদের আশ্বাস দিয়েছে, যদি ইসরায়েল ইরানে পরমাণু বোমা ফেলে, তাহলে তারা ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাবে।”

তিনি আরও জানান, পাকিস্তান ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে ইরান ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার ফলে সম্পর্কের অবনতি ঘটেছিল। তবে সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যে সম্পর্ক অনেকটাই ঘনিষ্ঠ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জেনারেল রেজায়ি আরও দাবি করেন, ইরানের কাছে কিছু "গোপন সামরিক ক্ষমতা" রয়েছে, যা এখনো প্রকাশ করা হয়নি। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। তবুও, ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে সমর্থনের বার্তা পাকিস্তান দিয়েছে।

ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপনস অনুসারে, ইসরায়েল ও পাকিস্তান বিশ্বের ৯টি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে রয়েছে।

তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই ধরনের হুঁশিয়ারি কতটা বাস্তবসম্মত তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ এই সংকটে যুক্ত হয়েছে আরও অনেক দেশ, এবং এসব বক্তব্য অনেক সময় কূটনৈতিক সমর্থনের অংশ হিসেবেই দেখা হয়, সরাসরি সামরিক পদক্ষেপ হিসেবে নয়।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ইরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে আমরা এমন সামরিক প্রতিক্রিয়া দেখাবো, যা আগে কেউ কখনো দেখেনি।”

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র থাকা নিয়ে পশ্চিমাদের চিন্তা করা উচিত। তারা যেভাবে ইসরায়েলকে সমর্থন করছে, তাতে শুধু এই অঞ্চল নয়, পুরো বিশ্বের জন্যও ভয়াবহ পরিণতির আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল একটি ‘দাঙ্গাবাজ রাষ্ট্র’, যার আগ্রাসী নীতিই গোটা অঞ্চলকে আগুনে পুড়িয়ে ফেলতে পারে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ