বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে

মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত পাঁচজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র আঘাতে বিভিন্ন বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং একটি বিদ্যুৎকেন্দ্রেও ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাসও হামলার কিছুটা ধাক্কা খেয়েছে। দূতাবাসটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, সেখানে অবস্থান করা প্রায় সাত লাখ মার্কিন নাগরিককে নিরাপত্তার স্বার্থে ঘরে অবস্থানের আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি মার্কিন স্বার্থ বা ঘাঁটিতে হামলা হয়, তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে।”

তবে ইরান পিছপা হয়নি। দেশটি জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে ‘ইসলামী সেনাবাহিনী’ গঠন করে লড়াই চালিয়ে যাবে। ইরানের জ্যেষ্ঠ নেতা মহসেন রেজাই এক বক্তব্যে বলেন, “সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে সঙ্গে নিয়ে এ সেনাবাহিনী গঠন করা হবে।”

এদিকে ইরান অভিযোগ করেছে, ইসরায়েলি হামলায় তাদের ২২৪ জন নিহত এবং দেড় হাজারের বেশি আহত হয়েছেন।

অন্যদিকে, নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে ক্ষোভ বাড়ছে ইসরায়েলের ভেতরে। অনেকেই মনে করছেন, বর্তমান সংকটে তার ওপর আর আস্থা রাখা যাচ্ছে না।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ ধরনের পাল্টাপাল্টি হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের এ সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে।

সূত্র: ডেইলি মেইল, আলজাজিরা

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ