বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামি আইন চালু হলে অধিকার নিয়ে আন্দোলন করতে হবে না: মুজিবুর রহমান পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানি: নিজেকে সুরক্ষিত রাখুন ৯ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ  ‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে’, জোহরান মামদানির জয়ে ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ

সাতক্ষীরা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, আহত অন্তত ৩০


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃত্ব সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন সাংবাদিক আহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে প্রেস ক্লাবের মূল ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন:

প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ও ইন্ডিপেনডেন্ট টিভির সাংবাদিক আবুল কাশেম, আমিনুর রহমান (ভোরের আকাশ), বেলাল হোসেন (ডিবিসি নিউজ), সোহরাব হোসেন (অনির্বাণ)
সহ আরও অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেস ক্লাবে একটি সভার প্রস্তুতির সময় অতর্কিতে একদল যুবক লাঠিসোঁটা, রড ও দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে প্রেস ক্লাব চত্বর রণক্ষেত্রে পরিণত হয়।

আবুল কাশেম অভিযোগ করেন, ক্লাবের কথিত সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে আলিপুর থেকে আনা ভাড়াটে সন্ত্রাসী এবং মাদকাসক্তরা এই হামলা চালিয়েছে। “দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ক্লাব দখল করে রেখেছে এবং ভিন্নমত দেখলেই হামলার আশ্রয় নিচ্ছে,” — বলেন তিনি।

অন্যদিকে, অভিযুক্ত আবু সাঈদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে ফোন কেটে দেন।

হামলার পর সাতক্ষীরার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। সাংবাদিকরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা এটিকে সাংবাদিকতার ওপর “চরম আঘাত” ও “গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা” বলে উল্লেখ করেন।

ঘটনার পরপরই সাতক্ষীরা প্রেস ক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অভিযুক্তদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ