বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামি আইন চালু হলে অধিকার নিয়ে আন্দোলন করতে হবে না: মুজিবুর রহমান পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানি: নিজেকে সুরক্ষিত রাখুন ৯ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ  ‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে’, জোহরান মামদানির জয়ে ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ

ইক্বরা মহিলা মাদ্রাসায় হিফজ সমাপ্তকারীদের সংবর্ধনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ি জেলা সদরের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরা মহিলা মাদ্রাসা ও হিফজখানা'য় হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা নূরুল কবির আরমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রোড ডিভিশন জামে মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম মিছবাহ, হাসপাতাল গেইট জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সফিউল্লাহ আল হাবিবী, পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম এবং অভিভাবকদের পক্ষ থেকে মাওলানা মঈনুদ্দিন।

অনুষ্ঠানে সদ্য হিফজ সম্পন্নকারী ছয়জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। একইসাথে মাদ্রাসার নাজেরা বিভাগের চারজন শিক্ষার্থীকে হিফজের ছবক প্রদান করেন খাগড়াছড়ি পুরাতন পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী।

অনুষ্ঠানের শেষপর্বে আবরার কমপ্লেক্সের পরিচালক মাওলানা দ্বীন ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি ইসলাম, দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ