সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে নেত্রকোনায় খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নেত্রকোনা প্রতিনিধি ||

ফিলিস্তিন ও ইরানে ইসরাইলের সাম্প্রতিক হামলা ও বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) জুমার নামাজ শেষে হেফাজত চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি হেফাজত চত্বর থেকে শুরু হয়ে তেরীবাজার মোড়, ছোট বাজার, শহীদ মিনার ও বড় বাজার হয়ে আবার হেফাজত চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আসআদুর রহমান আকন্দ ও মাওলানা মাজহারুল ইসলাম। এতে বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হুসাইন, মাওলানা আসআদুর রহমান, মাওলানা ডা. ইসহাক, মুফতি নুরুজ্জামান, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম ছালেহ, মাওলানা আবু বকর সিদ্দিকী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা যুবায়ের চৌধুরী, মাওলানা সারোয়ার হামিদী, মাওলানা সুহাইল, মাওলানা নূরুল আলম মঞ্জুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের ওপর ইসরাইল যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে আসছে, তা মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ। সম্প্রতি ইরানেও ইসরাইলের হামলা এই আগ্রাসনের পরিসর আরও ভয়াবহ করে তুলেছে। অথচ জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছে, যা অত্যন্ত দুঃখজনক।

বক্তারা আরো বলেন, বিশ্বের যেখানেই নির্যাতিত মুসলমানদের রক্ত ঝরবে, আমরা তাদের পাশে আছি এবং প্রয়োজনে রক্ত ও জীবন দিয়ে তাদের অধিকার রক্ষায় ভূমিকা রাখব ইনশা আল্লাহ। একইসঙ্গে ইসরাইলি ও মার্কিন পণ্য বর্জনের আহ্বান জানান তারা।

পরিশেষে মুসলিম উম্মাহর শান্তি, মুক্তি ও নির্যাতিত ফিলিস্তিন-ইরানসহ বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ