সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ খেলাফতে মজলিসের সমাবেশ থেকে বিশ্ব মুসলিমকে ঐক্যের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনে ইসরায়েলি হামলাসহ অব্যাহত গণহত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। প্রতিবাদী কর্মসূচিতে বলা হয়, ফিলিস্তিনে আন্তর্জাতিক নিয়মকানুন-বিধিবিধান ও মানবাধিকার লঙ্ঘন করে  হামলা চালাচ্ছে ইসরায়েল। অবৈধ রাষ্ট্র ইসরায়েল বিশ্বের শান্তিকামী মানুষের জন্য হুমকি। এ অবস্থায় মুসলিমবিশ্বকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।

আজ শুক্রবার ২৭ জুন পবিত্র জুমার নামাজ শেষে  মুরাদনগর বড় মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়কে প্রদর্শন করে।পরে মুরাদনগর ইসলামী চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদী কর্মসূচির আয়োজক ছিল বাংলাদেশ খেলাফত মজলিস মুরাদনগর উপজেলা শাখা'র। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ‘আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

সমাবেশে  বক্তারা বলেন, যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ইসরায়েল সব ধরনের সভ্যতা ও মানবাধিকারের সীমা অতিক্রম করেছে। বছরের পর বছর  ফিলিস্তিনে হামলা চালিয়ে ইসরায়েল দেশটির অবকাঠামো ধ্বংসসহ ৬০ সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটিয়েছে। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) অবিলম্বে জরুরি অধিবেশন আহ্বান করতে হবে। আরববিশ্বকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।

এছাড়াও প্রতিবাদ সমাবেশ থেকে ইজরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কূটনৈতিক সম্পন্ন বিচ্ছিন্ন করা ও ইজরায়েলের পণ্য বয়কটের আহ্বান করেন।

প্রতিবাদী সমাবেশে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস মুফতি আমজাদ হুসাইন,মুফতি তারেক মাহমুদ, মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার,মাওলানা মোতালিব হুসাইন, হাফেজ মোহাম্মদ খুরশিদ, হাফেজ আবুল বাশার , মাওলানা হাফেজ জুনায়েদ , হাফেজ মাওলানা হুমায়ুন কবীর , মুফতি ওসমান গনি ,মাওলানা নেয়ামতুল্লাহ খন্দকার, মাওলানা ইকবাল মাহমুদ,মাওলানা ইলিয়াস , মুফতি ফয়জুল্লাহ, মুফতি নাজমুল হাসান রব্বানী, মুফতি আবুল কালাম, মোঃ তাজুল ইসলামসহ উপজেলার নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ