সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

মাদরাসা ছাত্র হাফেজ মনসুরের হত্যাকারীদের গ্রেফতার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জে মাদরাসা ছাত্র হাফেজ আহমদ মনসুরের হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে এ দাবি জানান দারুল ইরশাদ ওয়াদ দাওয়াহ আল ইসলামিয়া বহুলা মাদরাসার ছাত্র-শিক্ষকরা।

এতে বক্তব্য দেন, মাওলানা আব্দুল আজিজ শাহপুরি, সাইদুর রহমান, মহিব উদ্দিন আহমেদ সুহেল, আবু মুছা, আজিজুর রহমান মানিক ও দারুল ইরশাদ ওয়াদ দাওয়াহ আল ইসলামিয়া বহুলা মাদরাসার নির্বাহী পরিচালক জাবের আল হুদা।

এ সময় বক্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

জানা যায়, রোববার (২২ জুন) দিবাগত মধ্যরাতে জেলা শহরের কেন্দ্রীয় ইদগাহ পুকুরে ওই মাদরাসা ছাত্রের লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। এ সংবাদ পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

যদিও তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ওই পুকুরে হয়ত গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার। তবে তার পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষের দাবি- গভীর রাতে কে বা কারা মনসুরকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করে ঈদগার পুকুরে মরদেহ ফেলে রাখে।

হাফেজ আহমদ মনসুর হবিগঞ্জ সদর উপজেলার আলাপুর গ্রামের শফিক মিয়ার ছেলে ও শহরতলীর বড় বহুলা দারুল ইরশাদ ওয়াদ দাওয়াহ আল ইসলামিয়া বহুলা মাদরাসার ছাত্র।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ