সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, দোয়া কামনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষ আলেম মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন তিনি সুস্থ আছেন এবং বাসায় অবস্থান করছেন। তাঁকে নিয়ে ফেসবুকে সিরিয়াস অসুস্থতার পোস্ট প্রচার না করতে পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। 

মাওলানা হাফেজ্জীর দ্বিতীয় ছেলে এবং ময়মনসিংহের মাখযানুল উলুম মাদরাসার মুহাদ্দিম মাওলানা আব্দুল্লাহ মোকাররম শুক্রবার (২০ জুন) রাতে এক ফেসবুক পোস্টে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। 

‘সচেতনতামূলক পোস্ট’ শিরোনামে মাওলানা আব্দুল্লাহ মোকাররম লিখেন-আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী হুজুর এখন সুস্থ আছেন। তিনি কিছুটা অসুস্থ হয়ে দুই দিন তিন রাত হসপিটালে ভর্তি ছিলেন। আলহামদুলিল্লাহ আজ সকালে বাসায় ফিরেছেন।’
মাওলানা মোকাররম লিখেন- ‘ফেসবুকে তার অসুস্থতার খবর দেখে, তার মহব্বতে অনেকেই সিরিয়াস পোস্ট করেছেন, কেউ কেউ এখনো করছেন। তাদেরকে আরেকটু দায়িত্বশীল হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’

তিনি লিখেন- আপনার একটি পোস্ট অনেকেই অনেক বেশি পেরেশান করে। হযরতের সুস্থতা এবং নেক হায়াতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

প্রসঙ্গত, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী বৃহত্তর ময়মনসিংহসহ দেশের শীর্ষ আলেম। বর্ষীয়ান এই আলেম একজন বুজুর্গ হিসেবে সর্বমহলে প্রসিদ্ধ। তিনি বৃহত্তর ময়মনসিংহের আলেমদের শীর্ষ সংগঠন ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের সভাপতি। 

মাখযানুল উলুম মাদরাসা ময়মনসিংহের সাবেক মুহতামিম এবং বর্তমান প্রধান মুরব্বি ও শাইখুল হাদিস। এছাড়াও বিভিন্ন দীনি প্রতিষ্ঠানের তিনি পৃষ্ঠপোষক ও মুরব্বি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ