সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

মুহতামিমকে বেঁধে মারধরে দৃষ্টান্তমূলক বিচার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদরাসার হিসাব-নিকাশ নিয়ে বিরোধের জেরে মুহতামিমকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নবাসীর ব্যানারে এই মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া (মহিষাকোনা) গ্রামের মাদানিয়া আমিনিয়া মাদরাসার হিসাব-নিকাশ নিয়ে ওই মাদরাসার মুহতামিম মাওলানা শরীফ উদ্দিন জিয়ার সঙ্গে একই গ্রামের ছিদ্দেক আলীর বিরোধ চলছিল। এর জেরে বুধবার সন্ধ্যায় মাওলানা শরীফ উদ্দিন জিয়া হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে ছিদ্দিক আলীর লোকজন তাঁকে আটকে রেখে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মাদরাসার প্রধানকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, পূর্ববিরোধ ও মাদরাসার হিসাব-নিকাশ নিয়ে ভুল-বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে লিখিত অভিযোগ পেলে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এদিকে ভুক্তভোগী মুহতামিম মাওলানা শরীফ উদ্দিন জিয়া একটি মামলা করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন- মহিষাকোনা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র ছিদ্দেক আলী, ছিদ্দেক আলীর পুত্র মামুন সিদ্দিকি, আব্দুল আহাদের পুত্র কামরুল ইসলাম, মৃত পাইনা মিয়ার পুত্র নিজাম উদ্দিন, আব্দুল আহাদের পুত্র জুনায়েদ আহমদ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ