সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

নান্দাইলে ১০ টাকা নিয়ে সংঘর্ষ, আহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের নান্দাইলে লুডো খেলায় ১০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। রোববার (১৫ জুন) সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা নান্দাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শনিবার রাতে নয়নপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩০) ও হেলিমের ছেলে ইয়াসিন (২৮) ১০ টাকা নির্ধারণ করে লুডো খেলা শুরু করেন।

একপর্যায়ে খেলায় আমিনুল ইসলাম হেরে যান। পরে ইয়াছিন ১০ টাকা চাইলে আমিনুল ইসলাম ক্ষিপ্ত হয়ে যান। রাতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিষয়টি সমাধান হয়নি।

রোববার সকালে আবার আমিনুল ইসলামের লোকজন ইয়াসিনের বাড়িতে গিয়ে হামলা করেন। এতে ইয়াসিনের পরিবারের লোকজন ক্ষিপ্ত হলে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে দুই পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হন।

আহত শামছুদ্দীন বলেন, ‘মোবাইলে জুয়া খেলা নিয়ে এমন দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমি প্রতিবাদ করতে গেছিলাম। তাই আমাদের ওপর হামলা করেছে।’

ইয়াসিন জানান, ‘আমি ফেরি করে সংসার চালাই। আমাকে অন্যায়ভাবে মারধর করে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। শামছুদ্দীনের লোকজন এমন ঘটনা ঘটিয়েছে। আমি এর বিচার চাই।’

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ