সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

জয়পুরহাটে ট্রাক-ট্রাক্টর-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৫


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন এবং শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি রবিবার (১৫ জুন) রাত ১২টার দিকে জয়পুরহাট-নওগাঁ সড়কের খঞ্জনপুর মিশন এলাকায় ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম ইদ্রিস আলী (৪০), তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার আদর্শ পাড়া গ্রামে। আহতদের মধ্যে আছেন মাসুদ হোসেন (৫৩), শামীম হোসেন (৫০), মিনু আক্তার (৪২), নাজনীন আক্তার (২১) এবং তার মেয়ে নিহা আক্তার (২)। তাদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গ্রামে।

পুলিশ জানিয়েছে, ইদ্রিস আলী পাঁচজন যাত্রী নিয়ে জয়পুরহাট শহর থেকে ভাদসার দূর্গাদহ বাজারে যাচ্ছিলেন। পথে খঞ্জনপুর মিশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বালুবাহী একটি মেসি ট্রাক্টরের সঙ্গেও ট্রাকের ধাক্কা লাগে। সংঘর্ষে ঘটনাস্থলে ইদ্রিস আলী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, এবং গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জয়পুরহাট সদর থানার ওসি খন্দকার ফরিদ হোসেন জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। পুলিশ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ