সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

মির্জাপুরে গোপন ব্যালটে হেফাজতের কমিটি গঠন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে গোপন ব্যালটে হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি গঠন করা হয়েছে। এতে মুফতি আবুতাহের তালুকদার সভাপতি ও মাওলানা আব্দুল্লাহ জুবায়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

রোববার (১৫ জুন) উপজেলার দেওহাটা এমদাদুল উলুম মাদরাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাওলানা আলী আজম খানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়াজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হেফাজতে ইসলাম টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা শামসুল আলম সখিপুরী, মুফতি আশরাফুজ্জামান, ইঞ্জিনিয়ার ইমরান আসাদ প্রমুখ।

সম্মেলনে কোনো পদে কেউ প্রার্থী না হলেও ৭৬ জন কাউন্সিলর গোপন ব্যালটে সভাপতি সম্পাদকসহ অন্য সদস্যদের নাম লেখে ভোট প্রদান করেন।

কমিটিতে সিনিয়র সভাপতি মুফতি ইলিয়াস, সহসভাপতি মাওলানা জামিলু রহমান, যুগ্ম সম্পাদক মুফতি মনির খান, সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম, মাওলানা ইলাম খান ও মাওলানা আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ আলম, মাওলানা আবু সালেহ, মাওলানা খাইরুল ইসলাম মাওলানা আমানুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুফতি আনিসুর রহমান, মাওলানা আব্দুল আলিম আড়াইপাড়া নির্বাচিত হন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ