সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

কুমিল্লার মুরাদনগরে ওলামা মাশায়েখ ও হুফফাজ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা ওলামা মাশায়েখ ও হুফফাজ পরিষদের একটি আলোচনা সভা। শায়খুল হাদীস মাওলানা তাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং মুফতি সাইদুল ইসলাম ফরিদী’র সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আলেমেদ্বীন, শায়খুল হাদিস মাওলানা সোলায়মান সাহেব।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসান ওয়াহেদী। তিনি উপজেলার সাংগঠনিক নীতিমালা তুলে ধরেন এবং আল্লামা আখতারুজ্জামান রহ., মুসলিহে উম্মাহ কাজী শাহ মুজাফফর আহমদ রহ. এবং মুফতি আনোয়ার আলী রহ.সহ উপজেলার মরহুম ওলামায়ে কেরামের স্মৃতিচারণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ওলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য হলো সমাজে ন্যায় এবং নিষ্ঠা প্রতিষ্ঠা করা। তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার পাশাপাশি সমাজে অন্যায়, অপরাধ, গর্হিত কাজ ও অশালিন কাজ থেকে উম্মাহকে বিরত রাখতে হবে। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, দুঃশাসন ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, ওলামায়ে কেরামগণ হযরত নবী কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর ওয়ারিশ এবং নববী ইলমের ধারক-বাহক হিসেবে আল্লাহ ও তাঁর রাসূলের পথ থেকে যৌথভাবে অর্পিত দায়িত্ব কোরআন ও সুন্নাহ মোতাবেক সঠিকভাবে আদায় করবেন।

এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা কাজী হানিফ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার, মাওলানা আব্দুল করিম, মাওলানা ইউনুস মুরাদী, মাওলানা ইউসুফ, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা হাফেজ বাইজিদ, মুফতি ওমর ফারুক রশিদী, মুফতি সাইয়্যিদুল বাশার, মুফতি আবু মুসা, এবং মাওলানা আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকে।

এছাড়া উপজেলার স্থানীয় অন্যান্য ওলামায়ে কেরামগণও সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মুফতি ওমর ফারুক রশিদী উপজেলা আহ্বায়ক কমিটি এবং মুরাদনগর সদর ইউনিয়নের কমিটি ঘোষণা করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ