শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬


নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে : রিজভী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে। দেশের মানুষ চেয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার অবাধ, সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত করবে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জিয়া পরিষদের আয়োজনে নাটোর জেলা পরিষদ অডিটেরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের নিজস্ব আত্মপরিচয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব শিখিয়ে গেছেন শহীদ জিয়াউর রহমান।

জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে দলকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করেছে। বিএনপি জনসম্পৃক্ত দল, জনগণের পক্ষের দল। এ দল নিয়ে কোন ষড়যন্ত্র চলবে না। যারা ষড়যন্ত্র করেছে তারা আজ কোথায়।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, সরকারের কিছু উপদেষ্টা সংস্কার নিয়ে কথা বলছে। সংসদে বসে বসে সংস্কার করে তা সংশোধন করা হয়েছে। তাহলে কেন এত সংস্কারের কথা বলছে। আপনারা বলছেন, বিএনপি তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে।

সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার। যে দল নির্বাচিত হবে, সে দল বাকী সংস্কার করবে। নির্বাচন ছাড়া দেশ আর কতদিন চলবে। 
তিনি বলেন, ৮ মাস তো হয়ে গেছে, আপনারা বলেছেন ডিসেম্বরে নির্বাচন। তাহলে সংস্কার কত, আর কত সময় লাগবে আপনাদের।

দেশের মানুষ ভোট দিয়ে সরকার গঠন করবে। দেশের মানুষ হাসিনার পতন দেখতে চেয়েছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার অবাধ, সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত করবে, তা দেখতে চেয়েছে। দেরি হলে দেশের মানুষ হতাশায় ভুগবে।

রিজভী আরো বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা গুম-খুনে বাংলাদেশে এক সংস্কৃতি চালু করেছিল। তার সিংহাসনকে ধরে রাখতে পুরো দেশকে রক্তের বন্যা বয়ে দিয়েছিলেন। বাংলাদেশে তার ক্ষমতা ছড়িয়ে রাখতে একটি রক্তময় দেশ বানিয়ে ছিল। ভারত তাকে টিকিয়ে রাখতে প্রশ্রয় দিয়েছিল এবং তারা চেয়েছিল বাংলাদেশ হাতের হাতের মুঠোয় রাখতে। তাদের হুকুমে বাংলাদেশ চলবে, এমন নীতিতে তারা ছিল। হাসিনা বলেছিলেন, আমি ভারতে যা দিয়েছি, তা সারাজীবন মনে রাখবে। সে কথা দেশের মানুষ আজ বুঝতে পারছে। 

তিনি বলেন, যার জন্য আজ পালিয়ে যাওয়া হাসিনাকে সব ধরনের সহযোগিতা করছে ভারত। দেশের টাকা পাচার করাল, দেশের মানুষকে খুন করল, তার জন্য এত মায়াকান্না কেন। ফ্যাসিবাদ শেখ হাসিন ভারতে যত দিয়েছে, তার কারণে ভারত আজ তার পাশে।

সেমিনারে নাটোর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ও নাটোর জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপনের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে দেন- এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

এসএকে/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ