রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান

ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে ইসলামী মহিলা মজলিসের বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের উদ্যোগে ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি মাগুরায় নির্মম পাশবিক নির্যাতনের শিকার আছিয়ার ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি এবং নারী শিশু নির্যাতন বন্ধ ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের আহ্বান জানিয়ে আজ দুপুর ১২টায় বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মহিলা মজলিসের কেন্দ্রীয় দপ্তর সম্পাদিকা জনাবা সুরাইয়া খন্দকার সুমি বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে এসব অন্যায়ের যথাযথ শাস্তির ব্যবস্থা থাকলে দেশে এই কঠিন পরিস্থিতির উদ্ভব হতো না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান পাশ করতে হবে এবং তা কার্যকর করতে হবে। দেশে চূড়ান্ত শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শরিয়া আইন প্রয়োগ ব্যতীত সম্ভব নয়। সুতরাং সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অপরাধীদের নির্মূল করতে হলে অবশ্যই ইসলামী শরিয়াহ আইন কার্যকর করতে হবে।’

সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিস নেত্রী খন্দকার সাফা বিনতে সাইফ বলেন, ‘আমরা আছিয়ার ধর্ষণকারীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাই। ইতিপূর্বে RAB কর্মকর্তা আলেফ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার স্ত্রীকে বারবার ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটে । এসব নরপশুদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। উপদেষ্টারা বার বার নারী, শিশু ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন।’

উম্মে হাবিবা সুলতানা জুঁইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহিলা মজলিস নেত্রী জনাবা শামসুন্নাহার শিরিন, মিসেস দিল আফরোজ, জনাবা নাইমা আক্তার, তাহমিনা আক্তার প্রমুখ।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ