রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান

যশোরের ঝিকরগাছায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় অসহায়দের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল (সোমবার, ৩ মার্চ) ঝিকরগাছা বিএম হাই স্কুল ময়দানে এই ইফতার সামগ্রী বিতরণ আনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি জনাব মো. শুয়াইব হাসান।

এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি শামীম মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার সেকেন্ড অফিসার এস আই জনাব মো. আলিমুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা ইসহাক মাযহারী, ঝিকরগাছা বি. এম. হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব মো. নাজমুল ইসলাম।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঝিকরগাছা প্রতিনিধি মুফতি সাইফুল ইসলাম যশোরী বলেন- আল্লাহর অশেষ মেহেরবানীতে বরাবরের ন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশব্যাপী অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানবতার পাশে দাঁড়িয়েছে। এবছর ইফতার সামগ্রী বিতরণ ও দাওয়াহ কার্যক্রমে অন্তত ত্রিশ হাজার পরিবারকে ইফতারি সহায়তা প্রদানের টার্গেট করছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা প্রায় ৮০টি অসহায় হত-দরিদ্র পরিবারকে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করছি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের সহ- সভাপতি- মাওলনা সদর উদ্দিন, ঝিকরগাছা প্রেসক্লাবের সিনিয়র রিপোর্টার জনাব মো. মাসুদ রানা, ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের প্রচার সম্পাদক হাফেয মাওলানা মুশফিকুর রহমান প্রমূখ।


ইফতার সামগ্রীতে প্রত্যেক পরিবারকে ২ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ২ কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ