রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির

কোনো ফাঁদে পা দেওয়া কারো জন্যই সুখকর নয়: জমিয়ত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, বহু শহীদের শাহাদতের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে আমরা এখনো সংকট ও শংকামুক্ত হতে পারিনি। প্রতিনিয়তই নতুন নতুন চক্রান্ত ও গন্ডগোল বাঁধানোর পাঁয়তারা আমরা লক্ষ করছি। এমতাবস্থায় জাতীয় ইস্যুগুলোতে দলমত নির্বিশেষে সবার ঐক্য অপরিহার্য। আমাদের সবাইকে মনে রাখতে হবে যে, পরাজিত শক্তির পুনর্বাসিত হওয়ার ক্ষেত্র তৈরি হওয়ার কোন ফাঁদে পা দেওয়া আমাদের কারো জন্যই সুখকর নয়।

আজ বুধবার (২৯ জানুয়ারি) মাদারীপুর জেলার শিবচর উপজেলা জমিয়ত আয়োজিত দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়ত মহাসচিব এ সব কথা বলেন।

নিয়মিত দাওয়াতি কাজ, দলের নীতি-আদর্শের প্রতি আনুগত্য ও শৃঙ্খলার প্রতি গুরুত্বারোপ করে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, সংগঠনকে সাংগঠনিক উপায়ে শক্তিশালী করতে না পারলে রাজনীতির মাঠে টিকে থাকা কঠিন। অতএব কাল বিলম্ব না করে দলকে মজবুত করতে সবাইকে আন্তরিক হতে হবে।

শিবচর পৌর অডিটোরিয়ামে শিবচর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে ও মাওলানা আবু সুফিয়ান এবং আলী হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল হক কাউসারী, সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক কাসেমী, মাদারীপুর জেলা জমিয়তের সভাপতি মুফতী রাক্বীব হাসান উসমান, সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার ফারায়েজী, শিবচর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী জোবায়ের আহমাদ, জাজিরা উপজেলা জমিয়তের সভাপতি মুফতী আব্দুর রাজ্জাক, বন্ধুপ্রতীম সংগঠন ইসলামী আন্দোলন শিবচর উপজেলার হাফেজ মাওলানা আবু জাফর, মাওলানা আইয়ূব আলী কাসেমী, মাওলানা আলী আকবর ও মাওলানা আবুল খায়ের প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ