রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

ঘন কুয়াশায় আচ্ছন্ন কুড়িগ্রাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে কুড়িগ্রাম। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। তবে আপাতত শৈত্যপ্রবাহ নেই জানিয়েছেন আবহাওয়া অফিস।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানায়, বুধবার (২৯ জানুয়ারি) জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলমান পরিস্থিতি রয়েছে, সূর্যের আলো পাওয়া যাবে। আপাতত শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

প্রচণ্ড শীত উপেক্ষা করে শ্রমজীবী মানুষ বাইরে বেরিয়ে পড়েছেন। এসময় কথা হয় রিকশাচালক মতিন মিয়ার সঙ্গে। তিনি বলেন, ভোরবেলায় বেরিয়েছি। তখন প্রচণ্ড ঠান্ডা ও শীত। ভোরবেলা ঢাকার গাড়ি আসে, তাই সকাল সকাল বের হলে কিছু যাত্রী পাওয়া যায়। আর এমনিতে বাইরে মানুষ কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষের সংখ্যা বাড়তে থাকলেও জরুরি প্রয়োজন ব্যতীত তেমন কেউ বের হচ্ছে না।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন বলেন, চলতি বছর জেলার ৯টি উপজেলাতে এখন পর্যন্ত ৩৫ হাজার ৭২২ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। যেটি প্রতি উপজেলাতে বিতরণ চলমান রয়েছে।

এছাড়া বিভিন্ন উপজেলা গুলোতে শীত নিবারণের জন্য বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলো শীতবস্ত্র বিতরণ করছেন। তবে কি পরিমাণ সহায়তা তারা দিয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ